
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে খেলতে এসেছিলেন স্মৃতি মন্ধানা এবং ইশান কিষণ। এই সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে এবারের কেবিসির সিজন। এটাই শেষ সপ্তাহ এই শোয়ের, এমনটাই এদিন ঘোষণা করেন বিগ বি। এই বছর তিনি কী কী স্মৃতি জড়ো করলেন মনে সেই বিষয়ে জানান, একই সঙ্গে তিনি প্রতিটি ভারতীয় নাগরিককে শুভেচ্ছা জানান।
এদিন অমিতাভের সঙ্গে খেলতে এসেছিলেন ভারতের দুই তরুণ ক্রিকেটার, স্মৃতি এবং ইশান। এই দুই ক্রিকেটার এদিন খেলতে এলেই তাঁদের জন্য উঠে দাঁড়ান উপস্থিত সকলকে দর্শকরা। তাঁদের শুভেচ্ছা জানান ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের জন্য। প্রসঙ্গত এই প্রথম কৌন বনেগা ক্রোড়পতি খেলতে এসেছিলেন ইশান। তিনি সেই বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ' আমি ভীষণ উচ্ছ্বসিত। আমি ওঁর ভরসায় এসছি, ওঁর তো অভিজ্ঞতা আছে।' বলেই তিনি স্মৃতিকে দেখিয়ে দেন। এদিন স্মৃতির সঙ্গে এসেছিলেন তাঁর বাবা মা, অন্যদিকে ইশান কিষণের বাবা এসেছিলেন।
আরও পড়ুন: হিন্দি গানে নাচায় শিল্পীকে নামিয়ে দেওয়া হল স্টেজ থেকে! বাংলার কোথায় ঘটল এই ঘটনা?
আরও পড়ুন: পাঠান-অ্যানিম্যালকেও ছাপিয়ে গেল সালার! প্রথম উইকএন্ডে ২৫০ কোটির বেশি ঘরে তুলল প্রভাসের ছবি
এরপর অমিতাভ তাঁদের খেলার সব নিয়ম বলে দেন। তখন ইশান বলে ওঠেন যে বিগ বি একজন বোলার, তাহলে এক হাত খেল হয়ে যাক, যে টস জিতবে সে প্রশ্ন করবে। এরপর টসে ইশান জিতলে বিগ বিকে তিনি প্রশ্ন করেন। এরপরই ইশানকে বলতে শোনা যায়, 'আপনার চারটি অপশন হল খুদা গাওয়া, সরকার, ডন এবং শাহেনশা।' এটা শুনেই অমিতাভ জিজ্ঞেস করেন 'আরে ভাই প্রশ্নটা কী?' উত্তরে ইশান বলেন, 'আপনার এই ছবিগুলোর মধ্যে কোনটি উপাধি হিসেবে দেবেন আপনার স্ত্রীকে?' জবাবে বিন্দুমাত্র সময় না নিয়েই বিগ বি বলে ওঠেন, 'এতে কোনও দ্বিমত নেই। উত্তর হবে সরকার।' তারপর তিনি ব্যাখ্যা করে বলেন, 'দেখো তুমি বউয়ের সামনে তো হাত জোড় করেই দাঁড়াও। সেই ঘর সামলায়, আমাদের জীবনটাও। তাহলে সরকার হল কিনা?'
এরপর স্মৃতি অমিতাভকে জিজ্ঞেস করেন, 'আপনি দেরি করে বাড়ি পৌঁছলে কী হবে? ক্লিন বোল্ড, রান আউট, ক্যাচ, পিচে এন্ট্রি পাবেন না?' উত্তর বিগ বি বলেন, 'সম্প্রতি এমনটাই হয়েছিল। টাইম আউট হয় না। ওটাই। বের করে দেবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports