
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দেশের সেরা ট্যালেন্টের খোঁজে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’। গত জানুয়ারি থেকে সোনি টেলিভিশনে শুরু হয়েছে এই শো। প্রতিদিনই চমক দিচ্ছেন এক না এক প্রতিযোগী। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা শো'তে এসে নিজেদের প্রতিভা প্রদর্শন করছেন। সম্প্রতি, এই শো-তে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন গোবিন্দা এবং করিশ্মা কাপুর।
নব্বইয়ের দশকে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল 'হিরো নম্বর ১'। সম্প্রতি, সেই ছবির ১৫ বছরের বর্ষপূর্তি উপলক্ষে এই ট্যালেন্ট হান্ট শো-এ হাজির হয়েছিলেন 'হিরো নম্বর ১'-এর নায়ক-নায়িকা। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শো-এর সেই এপিসোডের একটি প্রমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে করিশ্মা বলছেন যে বলিউডে পা রাখার অনেক আগে থেকেই তিনি গোবিন্দার দারুণ ভক্ত ছিলেন। করিশ্মা বলছেন, ' ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে থেকেই মনে মনে চিচি-জির (গোবিন্দার ডাক নাম) দারুণ ভক্ত হয়ে গিয়েছিলাম আমি। আমার এখনও স্পষ্ট মনে আছে, যখন 'খুদগৰ্জ' ছবিটি মুক্তি পেয়েছিল তার পরপরই মা-বাবাকে বলেছিলাম যে গোবিন্দার সঙ্গে দেখা করতে চাই। এরপর চিচি-জির সঙ্গে যেদিন প্রথম দেখা হল, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভবিষ্যতে আমি অভিনেত্রী হতে চাই কি না? জবাব দিয়েছিলাম, হয়ত একদিন হব। শোনামাত্রই উনি বলে উঠেছিলেন, 'তুমি একদিন অভিনেত্রী হবেই।'
সামান্য থেমে ফের কথা বলা শুরু করেন করিশ্মা, 'সেই পরিচয়ের পর থেকেই ওঁর আশীর্বাদ প্রতিনিয়ত আমার সঙ্গী। সত্যি কথা বলতে কী কোনওদিন ভাবিনি যে একদিন গোবিন্দার সঙ্গে অভিনয় করব, গানের সুরে পা মেলাব। আমি দর্শকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে ওঁরা আমাদের এই জুটিকে এতটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।'
এরপর শো-এর অন্যতম বিচারক বাদশা-র সঙ্গে তাঁদের সুপারহিট ছবি 'কুলি নম্বর ১'-এর জনপ্রিয় গান 'হুসন হ্যায় সুহানা'-এ সুরে জমিয়ে মঞ্চ কাঁপালেন করিশ্মা এবং গোবিন্দা। এই ভিডিয়ো দেখে জিয়া নস্ট্যাল হয়েছে নেটপাড়ার। নব্বইয়ের দশকের এই জনপ্রিয় জুটিকে ভালোবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। কেউ কেউ বলেছেন, 'সেই সব দিনে এঁদের একসঙ্গে পর্দায় দেখতে কী ভালোই না লাগত।'
৳7,777 IPL 2025 Sports Bonus