সম্প্রতি করিনা কাপুর এবং সইফ আলি খান পাপারাৎজিদের অনুরোধ করেছেন তাঁরা যেন তাঁদের সন্তানদের ছবি না তোলেন। কিছুদিন আগে সইফের উপর যে হামলা সেই কথা মাথায় রেখে, নিরাপত্তার কারণেই যে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যে ছোট ছেলেকে এদিন প্রকাশ্যে ধমক দিলেন করিনা। কিন্তু কেন?
আরও পড়ুন: ‘নির্বাকদের কণ্ঠ’ হয়ে ওঠার জন্য সম্মানিত স্বস্তিকা! মুম্বইয়ে কোন সম্মান পেলেন টেক্কা অভিনেত্রী?
আরও পড়ুন: যেন অশ্বমেধের ঘোড়া, বিশ্বজুড়ে ৬০০ কোটির গণ্ডি পার ছাবার! ১৭ দিনে ভারতে কত আয় করল ভিকির ছবি?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে জেহ রাস্তায় বেরিয়ে হাত না ধরায় তাকে ধমক লাগান অভিনেত্রী। কেউ কেউ করিনার এই কাজে অসন্তুষ্ট হলে অনেকেই আবার তাঁকে সমর্থন করেছেন। বুঝেছেন ছেলের নিরাপত্তার কারণে, ভালোর জন্যই বকেছেন। কেউ কেউ আবার মনে করেছেন তারকা হোক বা সাধারণ কোনও মহিলা, সব মায়েরাই আদতে এক।
রবিবার দিন করিনা তাঁর দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় গিয়েছিলেন। সেখানে স্কুলের বন্ধু এবং টিচারদের সঙ্গে দুই খুদে মজা করছিল। তাও দুই ছেলের উপর দিয়ে নজর সরেনি নায়িকার।
এদিন করিনার পরনে ছিল লাল রঙের একটি শার্ট এবং প্যান্ট। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও এদিন তিনি তাঁর সন্তানদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখেন। সব যেন ঠিকঠাক থাকে সেটাও খেয়াল করেন। এর মধ্যেই জেহকে হাত দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তখনই অভিনেত্রী তাকে ধমক দেন এবং বলেন, 'তোমায় বলছি না হাত ধরে থাকতে।'
আরও পড়ুন: ‘এই অধ্যায়ের জন্য কৃতজ্ঞ’, সা রে গা মা পা -এর সফর শেষ হতেই 'অমূল্য স্মৃতি'র পাতায় ডুব অন্তরার
আরও পড়ুন: 'রেপ করছে, খুন করছে, মেয়েদের ভয় লেগেই আছে...' হঠাৎ কেন এমন লিখলেন স্বস্তিকা?
কে কী বলছেন?
করিনার এই ভিডিয়ো দেখে তাঁর অনুরাগীরা যারপরনাই মুগ্ধ। তাঁদের মতে অভিনেত্রী একজন আদর্শ মা। আর চার পাঁচজন মায়ের মতোই তিনি তাঁর সন্তানের প্রতি যত্নশীল, তাই ভালোর জন্যই বকা দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ও যদি কঠোর না হতো তখনও কথা শুনতে হতো এখনও হচ্ছে। কী জ্বালা!' আরেকজন লেখেন, 'তো কী করবে? বাচ্চাকে না বকে রাস্তায় হুটোপুটি করতে দেবে?'