করোনার দ্বিতীয় ঢেউ-তে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরমাঝে কুম্ভ মেলায় হাজার হাজার মানুষের জমায়েত করোনার চোখ রাঙানি আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। কুম্ভ মেলায় যোগ দেওয়া প্রায় ১৮০০ পূন্যার্থী করোনা আক্রান্ত। এই নিয়ে আশঙ্ক্ষা জাহির করেছেন অনেকেই। তবে নাগা সন্ন্যাসীদের শাহি স্নান নিয়ে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে শুধু ট্রোলড নয় রীতিমতো হুমকির মুখে পড়তে হল টেলিভিশন অভিনেতা করণ ওয়াহিকে।
ইনস্টাগ্রাম স্টোরিতে করণ হরিদ্বারের হর কি পৌরির ঘাটে জড়ো হওয়া নাগা বাবাদের উদ্দেশে লেখেন, ‘আচ্ছা নাগা বাবাদের কি ওয়ার্ক ফ্রম হোমের সংস্কৃতি জানা আছে? ধরুন গঙ্গা থেকে জল নিয়ে বাড়িতে স্নান করে নেওয়া?’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন #শুধুপ্রশ্নজাগছে #কুম্ভমেলা'।

এই পোস্টের জেরে ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেতা। ব্যক্তিগত মেসেঞ্জারে অভিনেতাকে তীব্র আক্রমণ শানানো একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের তরফে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন করণ এমন দাবি জানানো হয়, অবিলম্বে সেই 'প্রোপাগান্ডা স্টোরি' মুছে ফেলবার নিদান দেওয়া হয়। সেই সকল আক্রমণাত্মক হুমকি মেসেজের স্ক্রিনশট তুলে ধরেছেন করণ। দেখা গিয়েছে অভিনেতাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
_1618319011970.jpg)
করোনা আবহেও হরিদ্বারে বৈশাখি স্নানের জন্য জড়ো হয়েছেন প্রায় ৩০ লক্ষাধিক পূণ্যার্থী। এই ধর্মীয় রীতির জেরে করোনা আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বাড়তে পারে বলে আশঙ্ক্ষা করা হচ্ছে। সোমবার শাহি স্নানে অংশ নিয়েছেন প্রায় ৩১ লক্ষ পূন্যার্থী।