রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-এর বিচারক হিসেবে টিভিতে ফিরেছেন করণ জোহর। নাচের অনুষ্ঠানটি বিচারকের প্যানেলে রয়েছেন করণ, মাধুরী দীক্ষিত এবং নোরা ফাতেহি। পাশাপাশি পেশাদার কোরিওগ্রাফারদের কোচিং এবং মেন্টরশিপের অধীনে বেশ কয়েকটি সেলিব্রিটি প্রতিদ্বন্দ্বিতা করবে সেরার শিরোপা জেতার লড়াইয়ে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে করণ বলেছিলেন, সেলিব্রিটিরা সংবেদনশীল হতে পারে। তাই শোয়ে তিনি তাঁর রায়কে নিম্ন স্বরে রেখেছেন। উল্লেখ্য, ঠোঁটকাটা, চোখা মন্তব্যের জন্য পরিচিত করণ। বিশেষ করে তাঁর রিয়েলিটি শো ‘কফি উইথ করণে’র হোস্ট এবং তাঁর সাক্ষাৎকারের জন্যও। ঝলক দিখলা জা-তে, প্রতিযোগীদের সমালোচনা করার সময়ও তিনি কিছুটা কমনীয় মনোভাব রাখেন এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেছেন তিনি। আরও পড়ুন: বাগদান সারলেন ‘নাগিন’ খ্যাত কৃষ্ণা, দুধ সাদা গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক-প্রযোজক করণ জোহর বলেন, ‘আমি যতটা অনুমোদন করি, তার চেয়ে অনেক বেশি বিচারপ্রবণ। কখনও কখনও বিচারের ক্ষেত্রে তাঁদের আমাকে শান্ত হতে বলতে হয়। বিশেষ করে যখন ঝলকের কথা আসে, প্রত্যেকেই সেলিব্রিটি এইভাবে বেশ সংবেদনশীল এবং দুর্বল। মাঝে মাঝে আমার কথা বলার জন্য আমাকে অতিরিক্ত সুগার-কোট করতে হয়।’ আরও পড়ুন: কাপুর পরিবারের গণেশ চতুর্থী! করিনা, করিশ্মা, রণধীর থেকে আদর একফ্রেমে গোটা পরিবার