বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee With Karan: করিনা ও কাজলের সঙ্গে তুমুল ঝগড়া, প্রায় ২ বছর কথা বন্ধ, কীভাবে ঝামেলা মিটল? অকপট করণ
পরবর্তী খবর
Koffee With Karan: করিনা ও কাজলের সঙ্গে তুমুল ঝগড়া, প্রায় ২ বছর কথা বন্ধ, কীভাবে ঝামেলা মিটল? অকপট করণ
1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2023, 10:47 AM ISTRanita Goswami
করণ বলেন, ‘এর আমার বাবা যখন মারা গেলেন, করিনা তখন ব্যাংককে, শ্যুটিং করছিল। আমার বাবার মৃত্যুর খবর শুনে ও শ্যুটিং বাতিল করে ফিরে আসে। তারপর বাড়ি ফিরেও আমার সঙ্গে সারা রাত কথা বলতে থাকে। আমি ওকে বলি কীভাবে কী ঘটেছে।’ এদিকে দীর্ঘ ঝগড়ার পরে করণই দুই সন্তান যশ-রুহির জন্মের পর ছবি তুলে কাজলকে পাঠান।
করিনা-করণ-কাজল
চলছে করণের চর্চিত ও বিতর্কিত শো Koffee With Karan- এর সিজন ৮। আর সেখানেই ফাঁস হচ্ছে বি-টাউনের নানান গোপন তথ্য। এই শোয়ে এবার উপস্থিত থাকবেন সারা আলি খান ও অনন্যা পান্ডে। সেখানেই Ask Me Anything পর্বে ফাঁস হয়েছে কাজল-করিনার সঙ্গে করণের ঝগড়ার কথা। আর অকপটে সেকথা জানিয়েছে করণ জোহর নিজেই।
করণের সঙ্গে কাজলের ঝগড়ার কথা হয়তবা অনেকেই শুনে থাকবেন। তবে করিনার সঙ্গেও ঝগড়ার কথা অনেকেই হয়ত জানেন না। তবে হ্যাঁ, এটা ঘটেছিল। ২০০৩ সালে করিনাকে 'কাল হো না হো' করার প্রস্তাব দিয়েছিলেন করণ। তবে করিনা রাজি হননি। মিড ডে-র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, করণ শোয়ে বলেছেন ‘২০০৩-এর ঝগড়ার পর করিনার সঙ্গে আমি প্রায় দেড় বছর কথা বলিনি। করিনা আমায় ফোন করেন, যখন আমার বাবা যশ জোহর অসুস্থ, ওঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। করিনা তখন আমায় ফোন করেছিল। আর তখন আমিও চুপ, ও (করিনা) চুপ। করিনা বলল, ও জানে না ঠিক কী বলা উচিত। করণ বলল কিছু বলতে হবে না। আমি জানি তুমি আছো।’