
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একের পর এক খুনের হুমকি, হামলার ঘটনায় অস্থির মুম্বই। সলমনকে একাধিকবার খুনের হুমকি, সইফের উপর হামলার ঘটনা এখনও টাটকা। আর এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা, কমেডিয়ান কপিল শর্মা। কিছুদিন আগে একইভাবে খুনের হুমকি দেওয়া হয়েছিল অভিনেতা রাজপাল যাদব, কোরিওগ্রাফার রেমো ডি'সুজা এবং অভিনেতা-গায়ক সুগন্ধা মিশ্রকেও। জানা যাচ্ছে, পাকিস্তান থেকে এসেছে এই হুমকি ইমেল।
এই ঘটনায় ইতিমধ্যেই মুম্বইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।
হুমকি ইমেলে লেখা হয়েছে, ‘আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও পাবলিসিটি স্টান্ট বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।' ইমেলটি প্রেরক 'বিষ্ণু'।
এর আগে ২০২৪-এর ১৪ ডিসেম্বর, -রাজপাল যাদবেক কাছে বিষ্ণো নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ইমেল, don99284@gmail.com নামে ইমেল আইডি থেকেই পাঠানো হয়েছিল। ইমেলের উত্তর ৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছিল। নয়ত ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনায় রাজপাল যাদবের স্ত্রী রাধা সঙ্গে সঙ্গেই আম্বোলি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, কারণ, তাঁর শোটি সলমন খান স্পনসর করেছেন। এই ঘটনাতেও মুম্বইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কপিল শর্মা ও তাঁর দলকে নিরাপত্তা দেওয়া হবে। আম্বোলি পুলিশ খতিয়ে দেখেছে যে আইপি থেকে ইমেল পাঠানো হয়েছিল সেটা পাকিস্তানের। এবিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে।
কপিল শর্মা কমেডিয়ান হিসাবে বহুদিন ধরেই জনপ্রিয়তা পেয়ে আসছেন।। কপিলের প্রথম শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ৩’-এ জয়ের পর তিনি বহু দর্শকের পান। এছাড়াও তাঁর টকমেডি সার্কাস'-এর মতো শোটিও ছিল হিট।
এরপর ‘কমেডি নাইটস উইথ কপিল’ শো তাকে ভারতের অন্যতম বিশিষ্ট কৌতুক অভিনেতা করে তুলেছিল। এছড়াও কপি শর্মা ‘কিস কিসকো পেয়ার করুঁ’, ‘ফিরাঙ্গি’, ‘জুইগাতো’ এবং ‘ক্রু’র মতো সিনেমাতেও অভিনয় করেছেন।
সম্প্রতি, তিনি নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' চালু করেছেন। যেখানে আমির খান এবং রণবীর কাপুরের মতো তারকাদের দেখা গিয়েছে।
এদিকে, বলিউডের অসংখ্য ছবিতে নানান কৌতুক চরিত্রে অভিনয় করা রাজপাল যাদব। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিতে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports