নিজেকে বিয়ে করেছেন মুম্বইয়ের টেলি তারকা কনিষ্কা সোনি। সিঁথিতে সিঁদুর পরে নেটমাধ্যমে ছবিও দিয়েছিলেন। জানিয়েছিলেন, নিজের সব স্বপ্ন তিনি নিজেই পূরণ করেছেন। কোনও পুরুষ সঙ্গীর প্রয়োজন নেই তাঁর।
কনিষ্কার এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই। আবার নিজেকে বিয়ে করে ট্রোলের মুখেও পড়েছেন অভিনেত্রী। ধেয়ে এসেছে অগুনতি কটাক্ষ। তাঁর বিয়েকে কেন্দ্র করে যাবতীয় নেতিবাচকতা নিয়ে মুখ খুললেন কনিষ্কা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো দিয়ে তিনি বলেছেন, 'যে পোস্টে আমি বিয়ের কথা জানিয়েছি, সেটিতে প্রচুর আজগুবি মন্তব্য দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন আমি বিজ্ঞানকে পরোয়া করিনি। আমার যৌন জীবন নিয়েও জানতে চাওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিজ্ঞান আর প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। যৌনতার জন্য এখন মহিলাদের পুরুষের প্রয়োজন নেই।'
গুজরাটের এক রক্ষণশীল পরিবারের মেয়ে কনিষ্কা। আগাগোড়াই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর মনে। তিনি বলেন, 'জীবনে এমন কোনও পুরুষ দেখিনি যে নিজের কথা রেখেছে। তারা কখনই কথা রাখে না। তাই মনে হয়েছে পুরুষ সঙ্গী ছাড়াই জীবন কাটাতে পারব। আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ। আমি অর্থ উপার্জন করি। স্বাবলম্বী। নিজের স্বপ্ন আর প্রয়োজন, দুই-ই পূরণ করতে পারব।'(আরও পড়ুন: 'পুরুষের দরকার নেই', নিজেকে বিয়ে করলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী)