বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন কাজল। রোম্যান্টিক থেকে শুরু করে কোর্টরুম ড্রামা, অ্যাকশন সব ধরনের ছবি করে ফেলেছেন। এবার তাঁকে দেখা যেতে চলেছে একটি ভূতের ছবিতে। জানা গিয়েছে তাঁর আগামী ছবির নাম মা। এটির পরিচালনা করবেন বিশাল ফুরিয়া। প্রযোজনার দায়িত্ব সামলাবেন অজয় দেবগন।
পিপিং মুনের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে কাজলকে কখনই এই ধরনের কোনও ছবিতে দেখা যায়নি। তিনি তাঁর অভিনয় সত্ত্বার এই দিকটাও উন্মোচিত করতে চাইছিলেন। অবশেষে সেটার সুযোগ এল। বিশাল ফুরিয়া যখন অভিনেত্রীকে এই ছবির অফার দেন, তাঁকে চরিত্রটি, গল্পটি ব্যাখ্যা করেন তখন সেটা শুনে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: অ্যাডভান্স বুকিংয়ে সালারের থেকে পিছিয়ে ডাঙ্কি! এখনও পর্যন্ত শাহরুখের ছবির ঝুলিতে এল কত?
আরও পড়ুন: ভরপুর অ্যাকশন সাসপেন্সে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার, সিদ্ধার্থের কাজে মুগ্ধ কিয়ারা কী লিখলেন?
সম্প্রতি করণ জোহর পরিচালিত তারকাখচিত সিনেমা কভি খুশি কভি গম ২২ বছর পূর্ণ করল। সেই উপলক্ষ্যে একটি বিশেষ লেখা লেখেন অভিনেত্রী। স্মৃতি হাতড়ে কাজল লেখেন, 'কভি খুশি কভি গমের ২২ বছর। অনেক স্মৃতি জুড়ে রয়েছে এই ছবির সঙ্গে। যশ কাকু এই ছবির জন্যই কেবল ফিল্মিস্তান স্টুডিয়োর নতুন মেকআপ রুম বানিয়েছিলেন, পুরনোগুলোকে রেনোভেট করিয়েছিলেন। এমনকি এই তারকাখচিত ছবির সঙ্গে ভ্যানিটি ভ্যানগুলো যাচ্ছে না বলে সেগুলো বদলে দিয়েছিলেন। শুটিং শুরুর কদিনের মধ্যেই করণ জোহর অজ্ঞান হয়ে গিয়েছিল ছবির সেটে। এত গরম পড়েছিল।'