ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন অভিনেত্রী কাজল। সৌজন্যে স্বামী অজয় দেবগনের প্রযোজনায় ছবির ‘ত্রিভঙ্গ’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে কাজলকে। সম্পর্কের টানাপোড়েন, মানসিক পরিস্থিতি টালমাটাল, তিন প্রজন্মের নারীর গল্প উঠে আসবে ছবিতে। টিজার আগেই মুক্তি পেয়েছিল, এবার প্রকাশ্যে এল ট্রেলার। পরিচালক রেণুকা সাহানির হাত ধরে মা, মেয়ে ও দিদিমার মধ্যস্থ সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি গল্প। ছবিতে কাজলের মায়ের ভূমিকায় দেখা মিলবে তনভি আজমির। মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিথিলা পালেকর। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কুণাল রায় কাপুরও। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারে নীল রঙের ওড়িশি নৃত্যশিল্পীর পোশাক এবং অলঙ্কাকে আত্মবিশ্বাসী নারী হিসেবে দেখা গেছে কাজলকে। তিন নারী চরিত্র নয়ন, অনু, মাশাকে নিয়ে গল্পের জাল বুনেছেন পরিচালক তথা ছবির গল্পকার রেণুকা। ১৫ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘ত্রিভঙ্গ’। ছবির ট্রেলার মুক্তি পেতেই প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যে। অক্ষয় কুমার, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা ছবির ট্রেলার দেখেই টুইটারে প্রশংসা করেছেন। প্রসঙ্গত, ‘ত্রিভঙ্গ’র হাত ধরেই ওটিটিতে ডেবিউ করছে অভিনেত্রী কাজল। প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবেন অজয় দেবগনের প্রযোজনা সংস্থা। উল্লেখ্য, প্রথমবার কোনো ছবির পরিচালনা করছেন রেণুকা সাহানি।