মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এর পুরস্কার পাওয়ার মাত্র কয়েকদিন পরেই কাজল এক বিশেষ কারণে শিরোনামে উঠে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী হিন্দিতে কথা বলতে অস্বীকৃতি করছেন, যার ফলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৫ আগস্ট নিজের জন্মদিনে, মুম্বইতে অনুষ্ঠিত মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ রাজ কাপুর পুরস্কারে সম্মানিত হন কাজল। পুরস্কার পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে কাজল মারাঠি এবং পরে ইংরেজিতে কথা বলছেন, পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং এটিকে ‘কোনো বড় ব্যাপার নয়’ বলে মনে করছেন।
এই সময় যখন একজন সাংবাদিক তাঁকে হিন্দিতে তাঁর বক্তব্য পুনরাবৃত্তি করার অনুরোধ করেন, কাজল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। ভিডিয়োতে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘এখন আমি হিন্দিতেও বলব!’ তিনি আরও যোগ করেন, ‘যারা বোঝার, তারা ঠিক আমার কথা বুঝে যাবে।’
এরপরই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁর এই প্রতিক্রিয়ার জন্য তাঁকে সমালোচনা করছেন। একজন লিখেছেন, ‘কেন এরা ভুলে যায় যে এটি ভারতীয় সিনেমা এবং হিন্দি সিনেমাই যা, তাঁকে তাঁর তারকা খ্যাতি দিয়েছে।’ আরেকজন লেখেন, ‘কেন সে হিন্দি ছবিতে কাজ করছে, তাঁর তো শুধুমাত্র মারাঠি ছবিতে কাজ করা উচিত। যদি তারা হিন্দিকে সম্মান না করে এবং ঘৃণা করে তাহলে তাঁদের হিন্দি ছবি করা উচিত নয়।’
অনেক আবার কাজলের মারাঠিতে কথা বলার সমর্থন করেছে, কারণ এটি একটি মারাঠি পুরস্কার অনুষ্ঠান ছিল, তবে বেশিরভাগই মনে করছে যে তিনি সাংবাদিকদের প্রতি আরও সদয় হতে পারতেন।
কদিন আগে এরকমই এক বিতর্কে জড়ান বাংলার সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক হিন্দি ওয়েব সিরিজের কাজের প্রচারে যখন মুম্বই ছিলেন, তখন বাংলা সংবাদমাধ্যমের এক প্রতিনিধি তাঁকে বাংলায় প্রশ্ন করেন। এতে প্রসেনজিতের জবাব ছিল, ‘আবার বাংলায় প্রশ্ন কেন’! এখানেই শেষ নয়, সেই প্রশ্নের জবাব বাংলায় না দিয়ে, হিন্দিতই বলেন প্রসেনজিৎ। আর তার ফলে বাংলার মানুষরা হয় রেগে লাল। শেষমেশ ক্ষমা চান প্রসেনজিৎ নিজের বক্তব্যের জন্য।