ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইজরায়েল–হামাসের রক্তক্ষয়ী লড়াই। গাজা ভূখণ্ডে ঢুকে তীব্র আক্রমণ চলাচ্ছে ইজরায়েল। পালটা হামাস জঙ্গিরাও আক্রমণ চালাচ্ছে। দুই পক্ষের সংঘর্ষে অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটছে। ইজরায়েল হামাস যুদ্ধে নিহত হলেন জনপ্রিয় ইজরায়েলি টেলিভিশন সিরিজ ‘ফৌদা’-এর ক্রু সদস্য, শনিবার (স্থানীয় সময়) টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেরুজালেম পোস্ট অনুসারে, গাজায় কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া সৈন্যদের তালিকায় ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর বছর ৩৮-এর সার্জেন্ট মেজর জেনারেল (সংরক্ষিত) মাতান মেইরের নাম ঘোষণা করা হয়েছিল। ফৌদার টিমের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মাতান মেইরের মৃত্যুর খবরে ‘বিধ্বস্ত’ এবং ‘মন থেকে ভেঙে পড়েছেন’। আরও পড়ুন: করণের শোতে পরেছিলেন, আবার শিল্পার দীপাবলি পার্টিতেও একই শাড়িতে সুস্মিতা
এক্স-এ 'ফৌদা’ কাস্টের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘আমাদের ফৌদা পরিবারের একজন সদস্য, মাতান মেইর গাজায় বিধ্বংসী পরিস্থিতিতে নিহত হয়েছেন, তা জানতে পেরে আমরা শোকস্তব্ধ। মাতান মেইর একজন দুর্দান্ত ক্রু সদস্য ছিলেন। কাস্ট এবং কলাকুশলীরা এই মর্মান্তিক ক্ষতির জন্য মন থেকে ভেঙে পড়েছেন। মাতানের পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রইল। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি’।

সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকেও এই খবর জানানো হয়েছে
আইডিএফের মতে, মেইর গোলান হাইটসের উত্তরাঞ্চলের ওডেমের বাসিন্দা। জেরুজালেম পোস্টের তরফে জানানো হয়েছে, তিনি আইডিএফের ৫৫১তম ব্রিগেডের ৬৯৭তম ব্যাটালিয়নে যুদ্ধ করেছিলেন। ‘ফৌদা’ ছাড়াও, ‘দ্য কপস’ সিরিজ সহ অন্যান্য অনুষ্ঠানের প্রযোজনায়ও জড়িত ছিলেন মাতান মেইর।
নয় নয় করে একমাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার লক্ষণ নেই। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের সীমান্তে ঢুকে পড়ে হামলা চালায় হামাস জঙ্গিরা। যার ফলে কমপক্ষে ১৪০০ জন ইজরায়েলের নাগরিক নিহত হন। এছাড়া ২৪০ জনকে পণবন্দি করে হামাসরা। ইজরায়েলকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য দেশগুলি। জানা যায়, ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করেছে এই জঙ্গি সংগঠন। সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করা এবং পণবন্দিদের মুক্ত করাই ইজরায়েলের লক্ষ্য। যুদ্ধবিরতি না হলে এই যুদ্ধের গতিপ্রকৃতি কোন দিকে যায় তা বলা মুশকিল।