পর্দায় শারদা পণ্ডিতের হত্যা দেখে অনেকেই আঘাত পেয়েছেন। কিন্তু ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর এই শারদা পণ্ডিত আসলে কোনও কাল্পনিক চরিত্র নয়। এটি গিরজা টিক্কু নামে একজনের আদলে তৈরি। সম্প্রতি তাঁর ভাইঝি নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন।
আমেরিকা-নিবাসী সিদ্ধি রায়না। সম্প্রতি সিদ্ধি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সারা বিশ্বেই মুক্তি পেয়েছে। এবং আমেরিকাতেই ছবিটি দেখেছেন তিনি। দেখেছেন এবং তাঁর মনে পড়ে গিয়েছে নিজের পিসির কথা। তাঁর পিসি গিরজা টিক্কু।
কী হয়েছিল গিরজার সঙ্গে?
সিদ্ধি লিখেছেন, বিষয়টি এমন স্পর্শকাতর ছিল, তাঁর পরিবারের কেউ এই বিষয়টি নিয়ে কথা পর্যন্ত বলতেন না। এক দিন কর্মস্থল থেকে বেতন আনতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে তাঁকে বাস থেকে নামিয়ে জোর করে তুলে নিয়ে যায় কয়েক জন। যারা তাঁক তুলে নিয়ে যায়, তাদের মধ্যে একজন ছিলেন গিরজার সহকর্মী।
সিদ্ধির কথায়, এর পরে গিরজার ধর্ষণ এবং হত্যা করা হয়। বিষয়টি এমন আতঙ্ক সৃষ্টি করে পরিবারের মধ্যে যে, গিরজার ঘটনাটা নিয়ে তাঁর ভাইয়েরা কেউ ভয়ের চোটে কথা পর্যন্ত বলতেন না। সোশ্য়াল মিডিয়ায় পুরো ঘটনাটিই লিখে জানিয়েছেন সিদ্ধি।