প্রায় ১০ বছর পর কোনও পাকিস্তানি ছবি ভারতে মুক্তি পেতে চলেছে। পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান এবং মাহিরা খান অভিনীত ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’ ২০২২ সালে মুক্তি পেয়েছিল। সেই ছবি এবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
Ad
১০ বছর পর ভারতে মুক্তি পাচ্ছে পাক ছবি! ফাওয়াদ-মাহিরাদের উপর নিষেধাজ্ঞা কি উঠল?
টেলিভিশন সিরিজ ‘হামসফর’-এর সুবাদে বছর কয়েক আগে ভারতীয়দের মন জিতেছিলেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এরপর বলিউডের বিগ টিকিটও পান দুজনে। কিন্তু ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ বন্ধ। ‘হামসফর’-এর প্রায় এক দশক পর ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ (২০২২) ছবিতে জুটি হিসাবে দেখা মিলেছে ফাওয়াদ-মাহিরার। কিন্তু সেই সময় ভারতে মুক্তি পায়নি বক্স অফিস কাঁপানো এই ছবি।
দু-বছর পর ভারতে মুক্তি পাচ্ছে ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ (২০২২)। এরই সঙ্গে প্রায় ১০ বছরের ব্যবাধানে কোনও পাক ছবি মুক্তি পাবে ভারতে। এর আগে শেষ মাহিরা ও হুমায়ুন সৈয়দের বিন রোয়ে (২০১৫) মুক্তি পেয়েছিল ভারতে।
পরিচালক বিলাল লাশারি এবং মাহিরা খান তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি শেয়ার করেছেন। বিলাল খবরটি তাঁর স্যোশাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘বুধবার ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ছবিটি। পাকিস্তানে এই ছবি মুক্তির দু’বছর পেরিয়ে গেলেও, এখনও সাপ্তাহিক ছুটির দিনগুলিতে ঘরে ঘরে চলে এই ছবি। এখন, আমি ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালবাসার অপেক্ষায়, তাঁরাও দেখে অনুভব করতে পারবেন এই ছবির যাদু।'
মাহিরা খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটির পোস্টার শেয়ার করেছেন। তিনি পোস্টারটি শেয়ার করে উচ্ছ্বাসিত হয়ে লেখেন, 'চলো যাই'। ফাওয়াদ খানও একটি পোস্ট শেয়ার করেছেন। ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’ এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম পাকিস্তানি ছবি হতে চলেছে।