গত বছরের ১ অগস্ট পুত্রসন্তানের মা হন ইলিয়ানা ডিক্রুজ। তার পরপরই ছেলের নাম প্রকাশ্যে আনেন। তবে ইলিয়ানা যখন তাঁর গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন বা সঙ্গীর নাম জানিয়েছিলেন তখন তাঁকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। এখনও তাঁকে বিয়ে নিয়ে কম কথা শুনতে হয় না। এবার সেসব প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
বর্তমানে পার্টনার মাইকেল ডোলান এবং ছেলে কোয়া ফোনিক্স ডোলানকে নিয়ে আমেরিকায় থাকেন ইলিয়ানা। সন্তানের মা হওয়ার পর এই প্রথম তিনি কোনও সাক্ষাৎকারে দিলেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'পোস্টপার্টাম ডিপ্রেশন মারাত্মক।' এরপরই তিনি জানান তাঁকে নিয়ে লোকজন যা বলাবলি করে করুক, তিনি এসবে পাত্তা দেন না। কিন্তু তাঁর পরিবার বা সঙ্গীকে নিয়ে কেউ কিছু বললে তিনি সেটা মেনে নেবেন না।
আরও পড়ুন: গাইতে গাইতে থেমে গেলেন ইন্ডিয়ান আইডলের দৃষ্টিহীন প্রতিযোগী, সঞ্জয় দত্ত সাহস জোগাতে মেনুকা কি আবার গান গাইতে পারবেন?
সঙ্গী মাইকেলের প্রসঙ্গে কী বললেন ইলিয়ানা?
ইলিয়ানা ডিক্রুজ এদিন জানান, 'পোস্টপার্টাম ডিপ্রেশন এমন একটা জিনিস না যেটার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকা যায় না। তবে আমি বাড়িতে বা চিকিৎসকদের থেকে দারুণ সাপোর্ট পেয়েছি। মাইকের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। ও সত্যিই খুব ভালো একজন সঙ্গী। আমায় ওকে কিছু বলতে হয় না। ও আমায় বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয়, নিজে সন্তানের ততক্ষণ খেয়াল রাখে।'
আরও পড়ুন: পুরুষ বন্ধুর ঠোঁটে ঠোঁট ডোবালেন সুজয় প্রসাদ, নিন্দুকদের বার্তা দিয়ে লিখলেন, 'ভাবনায় লাগাম পড়ান...'
কিন্তু ইলিয়ানা কি বিবাহিত?
ইলিয়ানা যখন তাঁর সঙ্গীর পরিচিতি প্রকাশ্যে আনেন গতবছর তখন একাধিক রিপোর্টে দাবি করা হয় যে তিনি নাকি বিবাহিত। ২০২৩ এর মে মাসেই নাকি মাইকেলের সঙ্গে বিয়ে সেরেছেন। এই বিষয়ে জিজ্ঞেস করতেই ইলিয়ানা বললেন, 'লোকজনের কত ভাবনা... কিন্তু বিষয়টা সেভাবেই ছেড়ে দেওয়া উচিত। কিছু জিনিসে রহস্য থাকা ভালো তাই না? তবে সত্যি বলতে আমি এখনও ঠিক করিনি যে আমার জীবনের এই বিষয়ে আমি কতটা কথা বলতে প্রস্তুত। আসলে লোকজন আমার বিষয়ে কথা বললে সেটা আমি হ্যান্ডেল করে নিতে পারি, আমার সঙ্গী বা পরিবারের বিষয়ে বললে নয়।'