বক্স অফিসে এখনও রাজ করছে খাদান। সেই ছবি যখন একদিকে একের পর এক রেকর্ড ভাঙছিল এবং গড়ছিল তখনই দেব তাঁর আসন্ন দুটো প্রজেক্টের কথা ঘোষণা করেন। একদিকে জানান এই বছর আসছে প্রজাপতি ২। অভিজিৎ সেন পরিচালিত সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে জানান জটিলতা কাটিয়ে এই বছর মুক্তি পাবে রঘু ডাকাত ছবিটি। পুজোর সময় আসবে। সদ্যই ঘোষণা হয়েছে ছবির মুখ্য কাস্টিং, দেবের সঙ্গে সেখানে থাকবেন সোহিনী সরকার এবং ইধিকা পাল। খাদানের পর আবারও রঘু ডাকাতে দেবের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত 'কিশোরী'। কী জানালেন?
আরও পড়ুন: ভক্তদের খুশি করতেই চুমু খেয়েছেন, ট্রোলড হতেই সাফাই উদিতের! বললেন, 'এসবে এত নজর দেওয়া উচিত না'
আরও পড়ুন: 'আমি আমার শরীরের প্রতিটা অংশ রোজ ছুঁই, আর...' নিজেকে 'ভালোবাসতে' কী করেন তামান্না?
কী জানালেন ইধিকা পাল?
ইধিকা সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'দেবদার স্বপ্নের প্রজেক্ট এটা। সেই ছবিতে আমায় আবার ভেবেছে, বিশ্বাস করেছে সেটার জন্য আমি খুব খুশি। খুবই উত্তেজিত হয়ে পড়েছি। তবে দায়িত্ব তো আছেই। সুযোগ পেয়েছি যখন আবার ভালো ভাবে করতে হবে।'
সোহিনী সরকারের সঙ্গে এই প্রথমবার কাজ করবেন ইধিকা। সেই বিষয়ে জানান, 'সোহিনী দি ভীষণ ভালো। ওঁর আচরণ খুবই বন্ধুত্বপূর্ণ। আমরা একসঙ্গে আগে কাজ করিনি, আগে তেমন কোথাও দেখাও হয়নি। আশা করছি এবার একসঙ্গে কাজ করে অনেক স্মৃতি তৈরি করব।'
কিশোরী হিট হওয়া নিয়ে কী বললেন ইধিকা?
ইধিকা পাল ছোট পর্দার পর বড় পর্দায় প্রথম কাজ করেন বাংলাদেশে। সেখানে শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে নায়িকা হয়ে ধরা দেন। হয়ে ওঠেন প্রিয়তমা। এখন কিশোরী বলেই জনপ্রিয় হয়েছেন। সেই বিষয়ে তিনি জানান, 'নতুন নাম পেয়ে ভালো লাগছে। যেখানেই যাচ্ছি সবাই কিশোরী বলে ডাকছেন।'
আরও পড়ুন: রঞ্জিনীকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফেরাতে চান মানসী! পরিবর্তে কাকে বাদ দিতে চাইলেন শো থেকে?
রঘু ডাকত প্রসঙ্গে
রঘু ডাকত ছবিটির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ছবিটি ঘোষণা হলেও ২০২৫ এ শুরু হল কাজ। এই বছরই পুজোর সময় মুক্তি পাবে দেবের রঘু ডাকাত।