বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের পুজো রিলিজ ‘দশম অবতার’-এর লোগো। আজ (শুক্রবার) থেকেই শুরু এই বহুচর্চিত ছবির শ্যুটিং। ছবির কাস্টিং-এ তারকার ছড়াছড়ি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য থেকে জয়া আহসান। কিন্তু জয়া আহসান নয়, এই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন রাজ ঘরণী। সেই নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে গত মাসের শেষেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা, তবে কি সৃজিতের ছবি থেকে সরে দাঁড়াবেন শুভশ্রী? চলতি মাসের গোড়ার দিকেই পরিচালক জানান শুভশ্রীর বদলে এই ছবিতে অভিনয় করবেন জয়া আহসান। একটা সময় সৃজিত-জয়ার প্রেম নিয়ে কমচর্চা হয়নি দুই বাংলার মিডিয়ায়। তাই ‘দশম অবতার’-এ জয়ার যোগদান উঠে আসে আলোচনার কেন্দ্রে। কিন্তু সত্যি কি ‘দশম অবতার’ থেকে সরে দাঁড়িয়েছেন শুভশ্রী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজের ‘পরিণীতা’। অন্তঃসত্ত্বা শুভশ্রী চেয়েছিলেন এই ছবিতে কাজ করতে। কিন্তু পরিচালক আত্মবিশ্বাসী ছিলেন না প্রেগন্যান্ট অবস্থায় এই ছবিতে শুভশ্রীর অভিনয় করার ব্যাপারে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানান, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’। তবে এত বড় প্রোজেক্ট হাতছাড়া হওয়ার কোনও আফসোস নেই শুভশ্রীর। জানিয়েছেন, ‘আমি জীবনে এমন অনেক বড় প্রোজেক্ট ছেড়েছি’।
শুভশ্রীর বদলে জয়ার কাস্টিং নিয়ে ওটিটি প্লে-কে সৃজিত আগেই জানিয়েছেন, 'দশম অবতারে মৈত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল শুভশ্রী। এই চরিত্রের অনেক দৃশ্য রয়েছে (চিত্রনাট্যে) যা শারীরিকভাবে খুব ক্লান্তিকর। সেই কারণেই শুভশ্রী সুখবর দেওয়ার পর ওর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা দশম অবতারে একসঙ্গে কাজ না করার মিউচুয়াল সিদ্ধান্ত নিয়েছি'। হবু মা-বাবা রাজ-শুভশ্রীকে শুভেচ্ছাও জানান সৃজিত।

দশম অবতারের লোগো লঞ্চে পাশাপাশি সৃজিত-জয়া
যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকাদের অ্যাকশন ছবির শ্যুটিং করা আজকাল কোনও বিরল ঘটনা নয়। রাহাকে গর্ভে নিয়েই ‘দ্য হার্ট অফ স্টোন’-এর মতো হলিউড ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন আলিয়া। হয়তো ছক ভাঙাতে এখনও তৈরি নয় টলিউড। কাজ থেকে দূরে আপাতত বেবিমুনে ব্যস্ত শুভশ্রী। ইন্দোনেশিয়ার বালিতে রাজ আর ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন। ফিরে এসে যোগ দেবেন ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটিংয়ে।
‘দশম অবতার’-এ ফিরছে প্রবীর রায়চৌধুরী, সঙ্গে থাকবে ‘ভিঞ্চি দা’র এসিপি পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য)। এই প্রথম মিলে মিশে যাবে সৃজিতের কপ ইউনিভার্স। আপতত অপেক্ষা সৃজিতের পুজো রিলিজের।