বাংলা নিউজ > বায়োস্কোপ > প্যারিস ছেড়ে, এবার লন্ডনে ‘বার্গার প্রেম’ হৃতিক-সাবার! আর কী কী করলেন দু'জনে?
পরবর্তী খবর
গ্রিক গড হৃতিক রোশন এবং তাঁর প্রেমিকা গায়িকা সাবা আজাদের সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে জোর চর্চা চলে। একাধিবার তাঁদের সম্পর্কের গুঞ্জন শিরোনামে আসার পর, করণ জোহরের ৫০তম জন্মদিন পার্টিতে হাত ধরাধরি করে প্রবেশ করেছেন দু'জনে। ফলে সমস্ত গুঞ্জন দূরে সরিয়ে, মুখে কিছু না বলেও, সম্পর্ককে সকলের সামনে স্বীকার করেছেন দু'জনেই।
সাবার সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, বর্তমানে একসঙ্গে ছুটিতে কাটাচ্ছেন তিনি এবং হৃতিক। ‘মুঝসে ফ্রেন্ডশিপ কারোগে’ অভিনেত্রী প্যারিসে নির্জন রাস্তায় লং ড্রাইভের ছবি শেয়ার করেছেন। গাড়ির স্টিয়ারিংয়ে হৃতিকের হাত দেখা গিয়েছে।
আরও পড়ুন: কড়াইয়ে হাতা নাড়িয়ে রান্নাঘরে ঝড় তুললেন সইফ, ইংল্যান্ডে কেমন ছুটি কাটছে বেবোর?