
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কেরলের সিইউএসএটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল রঙিন অনুষ্ঠান, মূল আকর্ষণ কলকাতার মেয়ে নিকিতা গান্ধীর গান। ‘রাবতা’ গায়িকার গান শুনতে উপচে পড়েছিল ভিড়, এমর মাঝেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মিউজিক কনসার্টে আচমকাই নামে বৃষ্টি, সেই হুড়োহুড়ির মাঝেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চার পড়ুয়ার। আহত কমপক্ষে ৬৪ জন, যার মধ্যে দু-জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ভেঙে পড়েছেন নিকিতা। আনুষ্ঠানিক বিবৃতিতে বলিউডের এই জনপ্রিয় গায়িকা জানান তাঁর 'হৃদয় ভেঙে গিয়ছে'। আরও পড়ুন-কেরলের বিশ্ববিদ্যালয়ে নিকিতা গান্ধীর কনসার্টে পদপিষ্ট হয়ে মৃত ৪, আহত ৬০ এরও বেশি
ইনস্টাগ্রামে নিকিতা প্রয়াত ছাত্রছাত্রীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এটিকে ‘দুর্ভাগ্যজনক’ ঘটনা বলে উল্লেখ করেন। তিনি লিখেছেন, ‘আজ বিকেলে কোচিতে যা হল, তাতে আমি বিধ্বস্ত ও শোকস্তব্ধ। আমি পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছনোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার দুঃখ বর্ণনা করার মতো শব্দ নেই। মৃত পড়ুয়াদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’
কোচিন ইউনির্ভাসিটি সায়ান্স অ্যান্ড টেকনোলজি-র ক্যাম্পাসের অডিটোরিয়ামে কনসার্ট আয়োজন করা হয়েছিল। ভেনুতে নিকিতা প্রবেশের আগেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, অডিটোরিয়ামে ঢোকা ও বেরানোর গেট একটাই। আচমকাই বৃষ্টি নামে। ছাউনির খোঁজে সকলে ভিতরে প্রবেশের চেষ্টা করলেই সিঁড়িতে দাঁড়ানো পড়ুয়ারা পড়ে যায়। এরপর ভিড়ের চাপে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারার মহম্মদ সেলিম চিবি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, অডিটোরিয়ামের বাইরে থেকে অনেকে ভিতরে ঢোকার চেষ্টা করতে গিয়েই এই বিপত্তি ঘটিয়েছেন।
কেরলের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলা এবং ২ জন পুরুষ। জানা গিয়েছে, বহু আহত ছাত্র ছাত্রীকে কালামেসারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, কেরলের কোচিনের এই ভয়াবহ কাণ্ডে ৪৬জনকে কলমাসেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এরনাকুলামের জেলাশাসক এনএসকে উমেশ বলেছেন, ১৫ জনকে পর্যবেক্ষণ রাখা হচ্ছে। তাঁদের অবস্থা স্থিতিশীল। এদিকে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন আহতদের মধ্যে দু-জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports