আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। গুজরাত ছাড়িয়ে পরিব্যাপ্তি ঘটেছে জাতীয় রাজনীতিতে। এমনকি বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাও জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে তাঁর কাছে। বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব নেটমাধ্য়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
শনিবার সুপারস্টার শাহরুখ খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটার পোস্টে বলিউডের বাদশা লেখেন, ‘আমাদের দেশ এবং এর জনগণের কল্যাণে আপনার উত্সর্গ অত্যন্ত প্রশংসিত। আপনার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য আপনার শক্তি এবং স্বাস্থ্যের কামনা করি। একদিন ছুটি নিন এবং আপনার জন্মদিন উপভোগ করুন, স্যার। শুভ জন্মদিন নরেন্দ্র মোদী।’ দেখুন পোস্ট-
আরও পড়ুন: আসছে রানু মণ্ডলের বায়োপিক, প্রকাশ্যে ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’র ফার্স্টলুক
এর আগে, অনেক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। অক্ষয় কুমার তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আপনার দৃষ্টিকোণ, আপনার উষ্ণতা, এবং আপনার কাজ করার ক্ষমতা... অনেক কিছু যা আমাকে গভীরভাবে অনুপ্রেরণা দেয়। শুভ জন্মদিন নরেন্দ্র মোদীজি। আপনার স্বাস্থ্য, সুখ এবং একটি গৌরবময় বছর কামনা করছি সামনে।’
আরও পড়ুন: বক্স অফিসে বড়সড় লাফ ‘ব্রহ্মাস্ত্র’র, শুক্রবার কত কোটি আয় করল ছবি?