বাংলা নিউজ > বায়োস্কোপ > Anjan Dutta: পশ্চিমের গান পৌঁছে দিয়েছিলেন বাঙালির কানে, অঞ্জনের জন্মদিনে ফিরে শোনা তেমন ৫ গান

Anjan Dutta: পশ্চিমের গান পৌঁছে দিয়েছিলেন বাঙালির কানে, অঞ্জনের জন্মদিনে ফিরে শোনা তেমন ৫ গান

অঞ্জন দত্ত (ফাইল ছবি)

বুধবার ১৯ জানুয়ারি অঞ্জন দত্তর জন্মদিন। জন্মদিনে ফিরে দেখা অঞ্জন দত্তর তেমন কিছু গান, যা এক সময়ে বাঙালিকে পৌঁছে দিয়েছিল পাশ্চাত্য সঙ্গীতের কাছাকাছি। 

১৯ জানুয়ারি, বুধবার অঞ্জন দত্তর জন্মদিন। ৬৯ বছর পূর্ণ করে ফেললেন অভিনেতা। অন্তত উইকিপিডিয়ার সূত্র তাই বলছে। 

দার্জিলিঙের সেন্ট পলস স্কুলে গোড়ার জীবন কাটানো অঞ্জন বাঙালিদের কাছে প্রথম পরিচিত হয়ে ওঠেন অভিনেতা হিসাবে। ‘ওপেন থিয়েটার’ নামক নাটকের দলে কাজ করার পাশাপাশি তিনি সিনেমার জগতেও কাজ করা শুরু করেন। মৃণাল সেনের পরিচালনায় ‘চালচিত্র’-এ তাঁর অভিনয় বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। এর পরে ‘খারিজ’, ‘গৃহযুদ্ধ’, ‘মহাপৃথিবী’, ‘অন্তরীণ’-এj মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে। 

১৯৯৪ সালে প্রথম গানের জগতে আসেন অঞ্জন দত্ত। প্রথম অ্যালবামের নাম ‘শুনতে কি চাও’। পরে বহু সাক্ষাৎকারে তিনি বলেছেন, গানের প্রতি ভালোবাসা, পশ্চিমের সঙ্গীতের প্রতি তাঁর আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। কিন্তু কখনও ভাবেননি, গানকে পেশা হিসাবে বেছে নেবেন। যদিও নিতে হয়েছিল। তার কারণ বলতে গিয়ে অঞ্জন বলেছেন, উপার্জনের তাগিত। বাণিজ্যিক ছবিতে বিশেষ দেখা যেত না তাঁকে। তাই অভিনয় করে প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারতেন না। সেই কারণেই গানের হাত ধরারও চেষ্টা।

তবে অঞ্জনের এই প্রচেষ্টা যে বাঙালি শ্রোতাদের জন্য লাভের হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ইউটিউব, স্পটিফাইয়ের জমানার আগে পাশ্চাত্য সঙ্গীতের বিভিন্ন ধারা বলতে বাঙালির অবলম্বন ছিল ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাথের এলপি রেকর্ড, সদর স্ট্রিটে বিদেশি পর্যটকদের রেখে যাওয়া পুরনো ক্যাসেট আর ফি-সপ্তাহে রেডিয়োয় এক-আধ খানা বিদেশি গানের অনুষ্ঠান। 

কিন্ত বাঙালি শ্রোতা মনের খিদে তাতে মিটত না। পশ্চিমের সঙ্গীতের শ্রোতা এই বাঙালিকেই নিজের গানের মাধ্যমে সমৃদ্ধ করেন অঞ্জন। সেই নব্বই দশকের গোড়া থেকেই। 

হিন্দুস্তান টাইমসের তরফে রইল তেমনই পাঁচটি গানের সন্ধান, যা পাশ্চাত্যের বিখ্যাত গানের ভাবানুবাদে নির্মাণ করেছিলেন অঞ্জন। শিল্পীর জন্মদিনের রাতে এই পাঁচটি গান তাঁর অনুরাগীরা চালিয়ে শুনলে এখনও হতাশ হবেন না। 

 

  • মিস্টার হল: ছেলেবেলার স্মৃতিচারণ, গান শেখানোর শিক্ষক মিস্টার হলের কথা এই গানটিতে বলেন অঞ্জন। যদিও গানের মাঝে মাঝেই ফিরে আসে সেই গানটি, যার সুর থেকে এই গানটি বানিয়েছিলেন অঞ্জন। ‘ফাইভ হান্ড্রেড মাইলস’ (500 Miles)। মূল গানটি হেডি ওয়েস্টের লেখা এবং গাওয়া। পরে অবশ্য পিটার, পল অ্যান্ড ম্যারি, ববি বেয়ার, এমনকী হালে জাস্টিন টিম্বারলেকের মতো শিল্পী এই গানটি গেয়েছেন।
  • সানশাইন: জন ডেনভারের গানের প্রতি তাঁর আকর্ষণের কথা অঞ্জন বারবার বলেছেন। ডেনভারের প্রতি শ্রদ্ধা জানানোর মতো করেই এই গানটি ‘চলো বদলাই’ অ্য়ালবামে রেখেছিলেন। মূল গান ‘সানশাইন অন মাই শোল্ডারস’ (Sunshine on My Shoulders)-এর কিছুটা অংশ এখানে গান তিনি। তার সঙ্গে জুড়ে দেন নিজের করা বঙ্গানুবাদ। পশ্চিমের ফোক মিউজিকের প্রতি যাঁদের আগ্রহ আছে, তাঁদের অনেকেরই এই গানটি ভালো লেগেছিল।
  • মালা: ‘পুরনো গিটার’ অ্যালবামের এই গানটি অঞ্জনের অত্যন্ত বিখ্যাত গানের একটি। সাধারণ গরিব পরিবারের এক মেয়ে কীভাবে পৌঁছে যায় আর্থসামাজিক কাঠামোর চূড়ায়, কীভাবে বদলে যায় তার জীবন— সেই গল্প বলে এই গান। ব্রিটিশ গায়ক পিটার সারসটেটের ‘হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি’ (Where Do You Go To My Lovely)-র সুর এমন মূল ভাবনার কিছুটা আদলে এই গানটি তৈরি করেছিলেন অঞ্জন।
  • ছোট বাক্স: যদিও এটি অঞ্জনের গোড়ার দিকের গান নয়। এটি ২০০১ সালে ‘রং পেন্সিল’ অ্যালবামের গান। তত দিন বিদেশের অ্যালবাম ক্যাসেট আকারে ভারতে আসতে শুরু করেছে। তবু এই গানটি জনপ্রিয় হয়েছিল শ্রোতাদের মধ্যে, তা সে যতই তাঁরা মূল গান ‘লিটল বক্সেস’ (Little Boxes) তত দিনে শুনে ফেলুন। পিট সিগারের গাওয়া গান থেকে যে সেটি অনুপ্রাণিত, তা গানের গোড়াতেই বলে দেন অঞ্জন।
  • পুরনো গিটার: যদিও এটি কোনও গান থেকে অনুপ্রাণিত হয়ে গাওয়া নয়, কিন্তু এটি অঞ্জনের সেই সব শিল্পীর প্রতি হোমেজ, যাঁরা তাঁকে গান গাওয়ার সাহস জুগিয়েছেন। তালিকায় যেমন আছেন কবীর সুমন, তেমনই আছেন বব ডিলনও। ডিলনের ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ (Blowin' in the Wind), ‘মিস্টার ট্যাম্বুরিন ম্যান’ (Mr Tambourine Man)-ও অঞ্জনকে মঞ্চে গাইতে দেখা গিয়েছে বারবার।

বায়োস্কোপ খবর

Latest News

একাধিকবার ধর্ষণের অভিযোগ, ফের বিতর্কে ‘হাউজ অ্যারেস্ট’ খ্যাত আজাজ খান ‘‌বাংলাভাষী শ্রমিকদের অত্যাচার করা হয়েছে’‌, বিজেপি রাজ্যগুলির বিরুদ্ধে মমতা মাসাবাকে 'নষ্ট' করার উপদেশ সব্বার, 'মা হচ্ছি' জানাতেই নীনাকে কী বলেন ভিভ? পুলিশই অত্যাচার করছে, CBI চেয়ে হাইকোর্টে জাফরাবাদে নিহতদের পরিবার এবার বিষ প্লাস্টিকের থাবা সুন্দরবনে, বড় ইঙ্গিত মিলল! রোহিত-গিল নাকি অন্য কেউ? ভারতের ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার নেতৃত্ব সামলাবেন কে? ক্যাপসিকাম ও কর্ন দিয়ে বানিয়ে ফেলুন এই দারুণ পদ, জমে যাবে দুপুরের খাবার ভারত-পাক ইস্যুর মাঝে কোন দেশে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান? কার সঙ্গে সাক্ষাৎ 'সিন্ধু' মহড়ায় ক্ষেপণাস্ত্র লঞ্চ পাকিস্তানের, যুদ্ধ করেই ছাড়বে ইসলামাবাদ? রাজ্য মানবাধিকার কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচি, কলকাতা হাইকোর্টে বিজেপি

Latest entertainment News in Bangla

মাসাবাকে 'নষ্ট' করার উপদেশ সব্বার, 'মা হচ্ছি' জানাতেই নীনাকে কী বলেন ভিভ? ফের সময় রায়না সহ ৫ কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে পাঠাল সুপ্রিম কোর্ট! ফের কী ঘটেছে বলি তারকাদের নাম নিয়ে বাবিলের কান্নাকাটির ভিডিয়ো ঘিরে বিতর্ক! জবাব অনন্যার 'আপনি খুব ভাল সময়ে দেশ ছেড়ে…', আদনানকে রাস্তায় দেখেই কী বললেন পাকিস্তানি যুবক? মনের মতো চরিত্র না পেয়ে বিনয় পাঠক ‘গল্প চুরি’ করেছেন? কী বললেন বাঙালি পরিচালক? ফের অক্ষয়ের জায়গা কাড়ছেন কার্তিক? ‘মুঝসে শাদি করোগি ২’- তে কি থাকবেন বরুণও? ‘আবার কাঁদব...’! ‘সিতারে জামিন পর’ ছবির পোস্টার দেখে বলছেন নেটিজেনরা অভিমান থেকে সংঘাত! তর্ক-বিতর্কের মাঝেই আহত অপর্ণা, এবার কি করবে আর্য? ৩ কোটির দোরগোড়ায় কিলবিল সোসাইটি, বক্স অফিসে কী হাল শ্রীমান ভার্সেস শ্রীমতীর? পাহাড়ি স্টাইলে তৈরি বাড়ি, কবীর খান ও মিনি মাথুরের রান্না ঘর দেখলে মুগ্ধ হবেন..

IPL 2025 News in Bangla

শ্রেয়সের জাদুকাঠির ছোঁয়ায় বদলে গেছে PBKS! IPL-এ এর আগেও DC, KKR-র ভাগ্য খুলেছেন হয়তো এখনই পন্তের বলা উচিত,পুরান তুমি দায়িত্ব নাও… চাঞ্চল্যকর দাবি অজি প্রাক্তনীর প্রভসিমরনের মধ্যে ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন হেডেন! ২০১০ সালের কথা মনে পড়ছে অজির IPL-র মাঝেই দুঃসংবাদ! ফের চোটের জন্য ছিটকে গেল SRH ব্যাটার! বদলে দলে এলেন হর্ষ রিয়ান,যশস্বীরা কেউ নতুন নয়,ওরা যথেষ্ট অভিজ্ঞ! KKR-র কাছে RR হারতেই বিস্ফোরক কোচ! KKR-কে প্লে অফের দৌড়ে রেখে IPL-এ বড় নজির নাইট অধিনায়কের! টপকে গেলেন গেইলকে সাবধান নীরজ! চাপে ফেলতে বড় প্রতিযোগীর আগমন হয়েছে… নেটপাড়ায় হাসির খোরাক পন্ত নিজে রান পাচ্ছেন না ২৭ কোটির পন্ত! LSG হারতেই বোলারদের দিকে আঙুল তুললেন অধিনায়ক কতদিন IPL খেলবেন, ইডেনে অভাবনীয় রেকর্ড গড়া রাসেলের পরিকল্পনা ফাঁস করলেন বরুণ LSG- কে হারিয়ে Points Table-এ নিজেরা বড় লাফ দিল,পাশাপাশি KKR-এর সুবিধে করল PBKS

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.