হৃতিক রোশনের ভক্তদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ। শুক্রবার যথা সময়ে প্রকাশ্যে এল ফাইারের টিজার। ২৬ ডানুয়ারি সিনেমা মুক্তি পাবে, ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। বায়ু সেনার অফিসার হিসেবে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরের লুকও এসে গিয়েছিল প্রকাশ্যে। আর এবার মাঝ আকাশের লড়াইয়ের ঝলক এল সামনে।
ছবি পরিচালনা করেছেন ওয়ার, পাঠান-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। মাঝ আকাশে ফাইটার জেট মিশনের দৃশ্য যে কারও গায়ে কাঁটা ধরাবে। বিশেষ করে যখন ভারতের পতাকা ওড়িয়ে দেন হৃতিক। আর ব্যকগ্রাউন্ডে বাজে সুজলাম সুফলামের সুর।
আরও পড়ুন: অ্যানিমাল ৭ দিনেই টপকে গেল ‘সঞ্জু’-কে! কত কোটি ঘরে তুলল রণবীর বৃহস্পতিবারে
টিজারে কিছু জেট স্টান্টের আভাস মিলল। এমনকী, দীপিকা আর হৃতিকের একটি ডান্স নম্বরের ছোঁয়াও রাখলেন সিদ্ধার্থ। একটি দৃশ্যে লিপ লকের আভাসও মিলল।
দেখে নিন ফাইটার-এর দুর্ধর্ষ টিজারখানা-