এদিকে দীপিকা ও সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার আরও একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা শোয়েব ইব্রাহিম। যেখানে তাঁর বাবা-মাকে নাতিকে কোলে নিয়ে অভ্যর্থনা করতে দেখা যায়া। ভাইপোকে আদর করতে দেখা যায় শোয়েবের বোন সাবাকেও।
দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম
গত ২১ জুন পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন জনপ্রিয় টেলি দম্পতি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। দীর্ঘ ১৮ দিন হাসপাতালে আটকে থাকার পর অবশেষে গত সোমবার সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন দীপিকা ও শোয়েব। আর এবার ছেলের নাম প্রকাশ করলেন তারকা দম্পতি।
দীপিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, তিনি আর শোয়েব তাঁর ছেলের নাম রেখেছেন রুহান ইব্রাহিম। যার অর্থ 'দয়া' এবং 'আধ্যাত্মিক'। নিজের ইউটিউব চ্যানেলে একটি সুন্দর ভিডিয়ো পোস্ট করেন। তবে সদ্যোজাত সন্তানের ইসলামিক নাম রাখার জন্য তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয় দীপিকা কক্করকে। আর তারপরই নাকি নিজের সেই ভ্লকটি ডিলিট করে দেন অভিনেত্রী।
এদিকে দীপিকা ও সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার আরও একটি ভিডিয়ো শেয়ার করেন শোয়েব। যেখানে তাঁর বাবা-মাকে নাতিকে কোলে নিয়ে অভ্যর্থনা করতে দেখা যায়া। ভাইপোকে আদর করতে দেখা যায় শোয়েবের বোন সাবাকেও।