মহা ধুমধামের সঙ্গে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের রিহার্সাল চলছে, অনুষ্ঠানে স্বস্তিকের সঙ্গে রোম্যান্টিক নাচে বুঁদ গীতা। কিন্তু সব শেষে আচমকাই হুইলচেয়ার করে ফিরতে হল বাংলা টেলিভিশনের জাঁদরেল নায়িকাকে। শেষে দেখা গেল পা ফুলে ঢোল! যন্ত্রণায় কাতরাচ্ছেন কোর্টরুমে ঝড় তোলা গীতা এলএলবি মানে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। ব্যাথা থেকে রেহাই পেতে পায়ে চুন লাগাচ্ছেন হিয়া। আরও পড়ুন-৬ বছরের ছোট বিরসার সঙ্গে লিভ ইন,মেয়ে কোলে বিয়ে! বিদিপ্তার ১ম স্বামীকে বাছেন বর্তমান শাশুড়ি
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। তারপর থেকেই চিন্তায় অনুরাগীরা। কেমন আছেন অভিনেত্রী সেই নিয়ে উদ্বিগ্ন সকলে। গত বছরও জলসা পরিবার অ্যাওয়ার্ডের রিহার্সালে চোট পেয়েছিলেন নায়িকা, এবারও কী তেমনটাই ঘটল? এই ব্যাপারে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল হিয়ার সঙ্গে। প্রশ্ন শুনেই তাঁর জবাব, ‘আরে না, না। আমার কোনও চোট লাগেনি। ওটা তো গত বছরের ভিডিয়ো। আমি পুরোনো ভিডিয়োটাই পোস্ট করেছি, সেটা থেকে অনেকে কনফিউজড। এখন আমি একদম ঠিক আছি। সুস্থ আছি’। এরপরই শটের জন্য ডাক পড়ল গীতার। ফোন রেখে দৌড় ফ্লোরে।
ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লেখেন, ‘সকলকে ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য় এবং সমর্থনের জন্য়। আমার শৈল্পিক সত্ত্বাকে আরও খানিকটা এগিয়ে দেওয়ার জন্য। এই বিশ্বাস সেটা আপনারা দেখিয়েছেন ভালো-খারাপ সব সময়ে তার জন্য আমি কৃতজ্ঞ সকলের প্রতি। আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসাই আমার জীবনে চলার পথের পাথেয়, মন থেকে সেই কথাই আমি বিশ্বাস করি’।
গত বছর ফেব্রুয়ারি মাসে অ্যাওয়ার্ডের রিহার্সাল চলাকালীন পা মুচকে পড়ে গিয়ে লিগামেন্টে চোট পেয়েছিলেন হিয়া। তবে পেশাদর অভিনেত্রী তিনি, পায়ে চোট নিয়েই রিহার্সাল এবং শ্যুটিং শেষ করেন। যার জেরে চোট বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছিল।
নতুন বছরে নতুন করে স্টার জলসা অ্য়াওয়ার্ডের জন্য প্রস্তুতি নিচ্ছেন জলসার নায়িকারা। পপ্যুলার চয়েজ ক্যাটেগরির ভোটিং পর্বও শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানের মহড়া এখনও শুরু হয়নি।
অনেকেই হয়ত জানেন না, গীতার মতো হিয়াও আইন নিয়েই পড়াশোনা করেছেন। তারপর মডেলিং-এর জগতে পা দেন। সেখান থেকেই অভিনয়ে। এর আগে নয়নতারা সিরিয়ালে-র তারা হিসাবে দর্শক ভালোবেসেছে হিয়াকে। তবে গীতা এলএলবি-র হাত ধরে জনপ্রিয়তার শিখরে অভিনেত্রী। এই স্টারডম চুটিয়ে এনজয় করছেন হিয়া। ইতিমধ্যেই জলসার এই মেগার হিন্দি রিমেকও সম্প্রচারিত হচ্ছে স্টার প্লাসে, অ্য়াডভোকেট অঞ্জলি অবস্তি।