আদৃত-কৌশাম্বির বিয়েতে কারা উপস্থিত সেই নিয়ে যত না চর্চা, তার চেয়ে বেশি চর্চা নায়কের বিয়েতে কারা অনুপস্থিত সেই নিয়ে। সৌমিতৃষার কুণ্ডু তথা মিঠাই রানিকে দেখা যায়নি বিয়ে কিংবা রিসেপশন পার্টিতে। কানাঘুষো নায়িকা নাকি নিমন্ত্রিতই ছিলেন না। ওদিকে বিয়েতে হাজির না হলেও দাদাভাই আর দিদিয়ার বিয়ের রিসেপশনে পৌঁছেছিলেন মিঠাই-এর শ্রীতমা অর্থাৎ দিয়া মুখোপাধ্য়ায়। আরও পড়ুন-পাকা কথার পর ভাঙে বিয়ে! কৌশাম্বির থেকে কম সুন্দরী নন আদৃতের প্রাক্তন প্রেমিকা, চেনেন?
কৌশাম্বির বিয়েতে প্রাক্তন প্রেমিক অভিষেক বসুকে এড়াতেই নাকি হাজির হননি, বলে কানাঘুষো। রিসেপশনের আসরে শ্বেতশুভ্র সাজে নজরকাড়া আদৃত-কৌশাম্বি। ছক ভেঙে সাদা লেহেঙ্গায় দেখা মিলল রায় বাড়ির নতুন বউমাকে। রিসেপশনের ছবিও সোশ্যালে পোস্ট করেছেন আদৃতের নতুন বউ। বরের গাল টিপে আদর করছেন কৌশাম্বি। নিমেষে ভাইরাল সেই মুহূর্ত।
এই মিষ্টি মুহূর্ত তো নিমেষে ভাইরাল। মনোহরা-র প্রত্যেক সদস্য (অবশ্যই সৌমিতৃষা ছাড়া) আদৃত-কৌশাম্বিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি মাঝপথে মিঠাই ছেড়ে যাওয়া অর্কজা কিংবা বিশ্বাবসু মিত্রও আদৃত-কৌশাম্বির খাস দিনে ছিল হাজির। পৌঁছেছিলেন মিঠাইয়ের ছোটজা অনন্যাও। তবে আশ্চর্যজনকভাবে উদয় কাছের বন্ধুর বিয়ে ও রিসেপশনে হাজির হলেও পৌঁছাননি তাঁর স্ত্রী অনামিকা চক্রবর্তী। অন্তত ছবি সেকথাই বলছে। সোশ্যাল মিডিয়াতেও জুটিকে শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্ট নেই তাঁর। আরও পড়ুন-‘কিছু না করেই আমি…', আদৃত-কৌশাম্বির রিসেপশনেও ‘বাদ’ সৌমিতৃষা, খোঁচা দিলেন মিঠাইরানি?
স্টার্টার থেকে মেন কোর্স, আদৃত-কৌশাম্বির রিসেপশনে এলাহি আয়োজন, মেনুতে কী কী ছিল?