এতদিন টালবাহানার পর কিছু দিন আগে জানা গিয়েছিল রঘু ডাকাত ছবিটির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। কিন্তু সে আশাতেও জল পড়তে চলেছে। শোনা যাচ্ছে ফের পিছিয়ে যেতে পারে রঘু ডাকাত ছবির শ্যুটিং। কিন্ত কেন?
আরও পড়ুন: সন্তানের নাড়ি কাটছেন খোদ ইউটিউবার! ভিডিয়ো পোস্ট করতেই পুলিশের দ্বারস্থ তামিল নাড়ুর স্বাস্থ্য দফতর
কী জানা গেল রঘু ডাকাত সম্পর্কে?
গত ৪ বছর ধরেও অনিশ্চয়তার মেঘ সরল না রঘু ডাকাত ছবিটির উপর দিয়ে। টলিউডের নতুন গুঞ্জন অনুযায়ী ফের নাকি দেবের এই ছবির শ্যুটিং পিছিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত ৪ বছর আগে রঘু ডাকাতের ঘোষণা করা হয়েছিল। SVF এর প্রযোজনায় আসার কথা ছবিটির। মাঝে শোনা গিয়েছিল যে ২০২৪ সালের ডিসেম্বর থেকে শুরু হবে শ্যুটিং। কিন্তু এবার কানাঘুষোয় যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী ফের নাকি পিছিয়ে যাচ্ছে ছবির শ্যুটিং।
২০২১ সালে রঘু ডাকাত ছবিটির কথা ঘোষণা হওয়ার পর থেকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ছবিটির জন্য। সেই সময় ছবির মোশন পোস্টারও প্রকাশ্যে আনা হয়। কিন্তু ছবির ঘোষণা হয়ে গেলেও কখনও বাজেট, কখনও চিত্রনাট্য, কখনও বা অন্য কারণে পিছিয়ে যেতে থাকে ছবির শ্যুটিং। ৪ বছর কেটে গেলেও হয়নি সুরাহা। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসবে ছবিটি। নাম ভূমিকায় থাকবেন দেব।
কিন্তু এখন কেন আবার পিছিয়ে দেওয়া হচ্ছে শ্যুটিং? এই বিষয়ে আনন্দবাজারের তরফে তাঁদের রিপোর্টে জানানো হয়েছে বাজেটের কারণে প্রযোজনা সংস্থা আর এই ছবিটির আনতে চাইছে না। আবার এও শোনা যাচ্ছে যে ছবিটি হবে, কিন্তু দেবের ডেট পাওয়া যাচ্ছে না বলে পিছিয়ে যাচ্ছে শ্যুটিং।
আরও পড়ুন: সুস্থ আছেন জয়া বচ্চনের মা, ফেক নিউজ খন্ডন করে জানাল বচ্চন পরিবার
দেবের অন্যান্য কাজ
দেবকে শেষবার টেক্কা ছবিতে দেখা গিয়েছিল। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি পুজোর সময় মুক্তি পেয়েছে। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় দেব সহ ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। তাঁকে আগামীতে দেখা যাবে খাদান ছবিতে। বড়দিনের ছুটিতে আসবে ছবিটি। তাঁর সঙ্গে এখানে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। এছাড়া আগামী বছর মুক্তি পাবে তাঁর প্রতীক্ষা। অভিজিৎ সেন সেই ছবির পরিচালনা করবেন।