দুজনে দুই পৃথক দলের হয়ে রাজনীতি করেন। তবে তাতে সম্পর্কে কোনো ছাপ পড়েনি। বরং, তাঁদের ভালোবাসা বাবা-ছেলের। তাই তো মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতেই তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধান-অভিনেতা।
সোমবার মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পেয়েছেন, এই খবর সামনে আসতেই, তাঁকে ট্রোলে ভরায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু সদস্য। বিজেপি-র পা চেটে পুরস্কার পেয়েছেন, শুনতে হয় এমনটাও। তবে দেব কিন্তু মোটেও হাঁটলেন না সেই পথে। বরং টুইটে নিজের ভালোবাসা জাহির করলেন প্রজাপতি সিনেমার অনস্ক্রিন বাবা প্রতি।
আরও পড়ুন: বাবা হওয়ার আহ্লাদে আটখানা! পাপারাজ্জিদের সামনে পেয়েই চিৎকার করে রণবীর সিং বললেন…
দেব এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘শুভেচ্ছা মিঠুনদা! এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।’ সঙ্গে মিঠুনের সঙ্গে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। দুটিই 'প্রজাপতি' ছবির দৃশ্য। প্রসঙ্গত, প্রজাপতি সিনেমায় মিঠুনকে নেওয়ায় দেবের সিনেমা দেখানো হয়নি নন্দনে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ঘাটালেন তৃণমূল সাংসদ। এমনকী, সেই থেকেই তো শুরু হয়েছিল কুণাল ঘোষের সঙ্গে তাঁর কথার লড়াই। এবারেও দেব মিঠুনকে প্রকাশ্যে শুভেচ্ছা-ভালোবাসা জানিয়ে প্রমাণ করলেন, রাজনীতির উর্দ্ধে তাঁর কাছে প্রাধান্য পায় সম্পর্ক। এক সাক্ষাৎকারে দেবকে মিঠুন প্রসঙ্গে বলতে শোনা গিয়েছিল, ‘মিঠুনদা আমার বাবার মতো’।
দেব বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর পুজোর ছবি টেক্কার প্রচারে। যেখানে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করেছেন অনেকদিন পর। সিনেমায় আরও রয়েছেন রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায়। চাকরি চলে যাওায়া এক দিন আনা দিন খাওয়া মানুষ, প্রতিবাদ জানাতে এক স্কুলছাত্রীকে কিডন্যাপ করে। পুলিশ অফিসারের চরিত্রে রুক্মিণী। আর সেই ছাত্রীটির মা স্বস্তিকা। ট্রেলার বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
আরও পড়ুন: আরজি কর নিয়ে প্রতিবাদ করা ছেলের নোংরা কটাক্ষ নুসরতের স্তন নিয়ে, সরব শ্রীলেখা
আরজি কর আবহে শেষ বাংলা ছবি মুক্তি পেয়েছিল ১৫ অগস্টে। তবে বাবলি ও পদাতিক দুটিই সেভাবে ব্যবসা করতে পারেনি। তবে পুজোয় টক্কর শাস্ত্রী, টেক্কা ও বহুরূপীর। এখন দেখার দর্শক কোনটিকে নিজের ফেভারিট বানায়।