বুধবার তাঁর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেবচন্দ্রিমা কিরণের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেন। ছবিতে ডার্ক পিঙ্ক রঙের টপ ও বেবি পিঙ্ক রঙের টাউজারে দেখা গিয়েছে নায়িকাকে। অন্যদিকে, কিরনের পরনে ছিল নীল সাদা ড্রেস। দু'জনেই নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন।
সায়ন্তর সঙ্গে বিচ্ছেদের পর দেবচন্দ্রিমা-কিরণ গেলেন লং ড্রাইভে?
সায়ন্ত মোদক ও কিরণ মজুমদারের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি বিরাট জলঘোলা হয়েছে। চলতি মাসেই কিরণের সঙ্গে সায়ন্তের সম্পর্ক ভাঙার খবর আসে সবার সামনে। তাছাড়াও কিরণ একাধিক বিস্ফোরক সব অভিযোগ আনেন সায়ন্তর বিরুদ্ধে। সমস্ত অভিযোগ জানিয়ে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। আর সেই ভিডিয়োয় সায়ন্তর আর এক প্রাক্তন দেবচন্দ্রিমা সিংহ রায়ের কাছে ক্ষমাও চান কিরণ। তারপরই মেলে সাড়া। কিরণের ভিডিয়োর কমেন্ট বক্সে তাঁর পাশে থাকার আশ্বাস দেন দেবচন্দ্রিমা। তারপর ঘটে নানা ঘটনা। আর এবার সব তর্ক বিতর্ক পিছনে ফেলে একসঙ্গে কিরণের সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন দেবচন্দ্রিমা।
বুধবার তাঁর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেবচন্দ্রিমা কিরণের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেন। ছবিতে ডার্ক পিঙ্ক রঙের টপ ও বেবি পিঙ্ক রঙের টাউজারে দেখা গিয়েছে নায়িকাকে। অন্যদিকে, কিরনের পরনে ছিল নীল সাদা ড্রেস। দু'জনেই নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন। ছবিটি পোস্ট করে দেবচন্দ্রিমা লেখেন, ‘এখন জানি যে কেন রাতের আইসক্রিমে ছবি তোলা যায় না! লেট নাইট ড্রাইভ হল, আইসক্রিম খাওয়া হল? এরপর কী কিরণ মজুমদার?’
অর্থাৎ তাঁর ক্যাপশন দেখে বোঝাই গিয়েছে যে, তাঁরা ইতিমধ্যেই রাতে লং ড্রাইভে গিয়েছিলেন, তাছাড়া একসঙ্গে আইসক্রিমও খেয়েছে? কিন্তু এরপর কী করবেন তাঁরা? নতুন কী কী এক্সপ্লোর করবেন? তা জানতে চেয়েই কিরণকে ট্যাগ করেছিলেন দেবচন্দ্রিমা। কিরণও এই ছবিটি তাঁকে স্টোরিতে রি-পোস্ট করেন। সঙ্গে একটি লাল হার্ট ও হাসির ইমোজি ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন।
প্রসঙ্গত, কিরণ শুরুতে একটি ভিডিয়ো করে জানিয়েছিলেন যে, হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন সায়ন্ত। শুধু তাই নয়, সম্পর্কের আরও কিছু ‘টক্সিক’ জিনিস আসে সামনে। প্রেমিকাদের ‘সম্মানহানি’, ‘মারধর’, ‘ইন্যের টাকায় দামি জিনিস কেনা, ঘুরতে যাওয়া’-র মতো সায়ন্তকে নিয়ে আরও নানা ব্যাপারও আসে সামনে। অভিনেতা-ভ্লগারের নামে শুধু কিরণ নয়, এই অভিযোগগুলি করেন দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্রও। এই তিন অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে ছিলেন সায়ন্ত। শুধু তাই নয়, তিন জনকে নিয়ে ভ্লগও বানাতেন।