বিচ্ছেদের গুঞ্জন কোথায় কী! আলাদা হওয়ার জল্পনা উড়িয়ে এদেশে এসে বাণিজ্যনগরী মুম্বইয়ে হাত ধরাধরি করে লেন্সবন্দি হলেন ডাকোটা জনসন ও ক্রিস মার্টিন। প্রসঙ্গত ২০১৭ সাল থেকে একসঙ্গে রয়েছেন এই দম্পতি। শুক্রবার মুম্বইয়ে আইকনিক শ্রী বাবুলনাথ মন্দিরেও গিয়েছিলেন। 'কোল্ডপ্লে'র ফ্রন্টম্যান বর্তমানে তাঁর ব্যান্ডের বিক্রি হয়ে যাওয়া মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে এদেশে এসেছেন। তাঁর এই মিউজিক্যাল সফরে তাঁর সঙ্গী হয়েছেন ডাকোটা জনসন।
ক্রিস মার্টিন এবং ডাকোটা জনসন
এদেশে এসে কনসার্টের আগে, নিজেদের এদেশের সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেন এই দম্পতি। মন্দিরে যাওয়ার সময় ডাকোটা একটি প্রিন্টেড সুতির স্যুট পরেছিলেন। আর নিজের মাথায় জড়িয়ে নিয়েছিলেন ওড়না। অন্যদিকে ক্রিসের পরনে ছিল হালকা প্যাস্টেল নীল রঙের কুর্তা, সঙ্গে ছিল রুদ্রাক্ষের মালা। এদিকে মন্দিরে ঢুকে ডাকোটা সেখানে রাখা নন্দীর মূর্তির কানে কানে ফিসফিস করে প্রার্থনা করেন, অর্থাৎ তাঁর কাছে তিনি নিজের ইচ্ছে জানান। সেই মুহুর্তটিই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেটি সাধারণত ওই মন্দিরে পুজো দিতে গিয়ে ভারতীয়রা করে থাকেন, সেই একইভাবে ডাকোটাকেও প্রার্থনা করতে দেখা যায়।
আরও পড়ুন-'আমি আজও মানসিক রোগী', অকপট হানি সিং, বাইপোলার ডিসঅর্ডার নিয়ে কথা উঠতেই রিয়া বললেন…