দাদাগিরির মঞ্চ মাতাতে আসছে খুদেরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছোটদের রসায়ন যে দারুণ জমে, তিনি যে ওদের সঙ্গে দারুণ ভাবে মিশে যেতে পারেন সেটার প্রমাণ এর আগে একাধিকবার পাওয়া গিয়েছে। আবারও কালীপুজো উপলক্ষ্যে তারা খেলতে আসছে সৌরভের সঙ্গে। সেটার প্রোমো ভিডিয়োই এদিন প্রকাশ্যে এল।
দাদাগিরির নতুন প্রোমো
জি বাংলার তরফে সদ্যই দাদাগিরির নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে আগামী পর্বে ছোটরা দাদার সঙ্গে খেলতে আসছে। আলোর উৎসব জমবে ছোটদের দাদাগিরিতে। এদিন যারা খেলতে আসবে তাদের মধ্যে আবার একজন শাহরুখ খানের ছোট ভার্সন। সে দাদার মঞ্চে এসেই জানায় 'আমি আজকে জুনিয়র শাহরুখ খান।' তাকে কালো টিশার্টের উপর লাল হুডি পরে নাচতে দেখা যাবে শাহরুখের গানের সঙ্গে। সদ্য মুক্তি পাওয়া জওয়ান ছবির একাধিক গানে সে নাচে। এমনকি করে হুক স্টেপও। তার নাচ দেখে চমকে যান সৌরভ গঙ্গোপাধ্যায়ও। হেসেও নেন খানিক।
আরও পড়ুন: 'আয়নাই দেখতাম না...' সৌরভের সঙ্গে ভাগ জীবনের দাদাগিরির গল্প, কীভাবে-কেন নিজেকে বদলান কিরণ?
আরও পড়ুন: 'ইলিশ খাইসোস...' শাকিবের নায়িকার লেগপুল সৌরভের, বাংলাদেশ নিয়ে কী বললেন ইধিকা?