লড়াই করছেন বহুদিন ধরেই। বহুদিন ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী ছবি মিত্তল। গত বছর(২০২২)ই স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। অস্ত্রোপচার হয়, রেডিয়েশনও নিতে হয়েছিল অভিনেত্রীকে। তারপর ফের কস্টোকন্ড্রাইটিস ধরা পড়ে ছবির। কস্টোকন্ড্রাইটিস হল কার্টিলেজের প্রদাহ, যা পাঁজরকে স্তনের হাড়ের সঙ্গে যুক্ত করে। নিজের শারীরিক বিষয়ে বিভিন্ন খবর অনুরাগীদের সঙ্গে সবসময়ই ভাগ করে নেন অভিনেত্রী। এখন অভিনেত্রী জানাচ্ছেন, তাঁর ফের অস্ত্রোপচার হয়েছে।
ঠিক কী জানিয়েছেন অভিনেত্রী ছবি মিত্তল?
ছবি লিখেছেন, ‘গত রাতে আমার অস্ত্রোপচারের জায়গায় ব্যাপক ফুলে গিয়েছে। কখন যে এসব শেষ হবে সেটা জানতে হবে। এই বিষয়টি মাঝে মধ্যেই আমার কাছে হতাশাজনক হয়ে ওঠে। আমি দ্বিধাগ্রস্ত। বায়োপসি রিপোর্টের অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ আপনারা আমার প্রোফাইল চেক করছেন।’ এই পোস্টের ক্যাপশানে ছবি লেখেন, ‘কিছু আশীর্বাদ আছে ও কিছু দুঃস্বপ্নও আছে, যা আমরা সকলেই অতিক্রম করি। আমি বিশ্বাস করি, দুঃস্বপ্নের অবসান ঘটে রৌদ্রোজ্জ্বল সকালের পথ দেখায়। আমার সকাল শীঘ্রই বাস্তবে আসবে। এখবর তোমরাও শুনতে পাবে।’ ২দিন আগেও একটি ভিডিয়ো পোস্ট করে নিজের ক্ষতের জায়গাটা প্রকাশ্যে এনেছিলেন ছবি। সেখানেও জানিয়েছিলেন, তিনি বায়োপসি রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ন-'সময় চলে যায়, পরিবর্তনের সময় এসেছে…' Baby Bump-এর ছবি দিয়ে গুঞ্জনে ইতি অনুষ্কার
আরও পড়ুন-আমি নাচতে পারি না,‘পাগ ঘুঙরু’-র শ্যুটিংয়ে নাচের শিক্ষক তিরস্কার করেছিলেন: অমিতাভ