ব্যাড নিউজ ছবিটি মুক্তি পেতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই এই ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড। বাদ পড়ল কোন কোন দৃশ্য?
সেন্সর বোর্ড বাদ দিল ব্যাড নিউজ ছবির কোন কোন দৃশ্য?
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা CBFC অর্থাৎ যাকে আমরা সবাই সেন্সর বোর্ড নামেই বেশি চিনি তাদের তরফে এদিন ব্যাড নিউজ ছবির একাধিক অন্তরঙ্গ দৃশ্য বাদ দিয়ে দেওয়া হল। মূলত তিনটি চুম্বন দৃশ্য বাদ দেওয়া হয়েছে এই ছবির। এমনটা জানা গিয়েছে।
এর মধ্যে প্রথম যে চুম্বন দৃশ্য বাদ গিয়েছে সেটি ৮ সেকেন্ডের ছিল। পরের দৃশ্যটি ৯ এবং শেষেরটি ১০ সেকেন্ডের ছিল। সব মিলিয়ে ২৭ সেকেন্ডের চুম্বন দৃশ্য বাদ দেওয়া হয়েছে ব্যাড নিউজ ছবিটি থেকে যা স্বাভাবিক ভাবেই ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরির ভক্তদের জন্য ব্যাড নিউজ।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির গান যেখানে ভরপুর ঘনিষ্টতা দেখানো হয়েছে দুই অভিনেতার মধ্যে। এত বোল্ডনেস অনেক দর্শকেরই পছন্দ হয়নি। কেউ কেউ আবার যদিও প্রশংসা করেছে তার মধ্যেই এই খবর পাওয়া গেল।
কেবল যে এই দৃশ্যগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে সেটাই নয়। একই সঙ্গে জানানো হয়েছে ডিসক্লেমার বদলাতে হবে যেখানে মদ্যপান বিরোধী লেখা থাকতে হবে তাও বড় বড় ফন্টে।
ব্যাড নিউজ ছবিটি প্রসঙ্গে
ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পাবে। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা যাবে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।