লস অ্যাঞ্জেলেস ভয়ানক কাণ্ড! পপ আইকন বিয়ন্সের মায়ের বাড়িতে হানা দিয়েছিল চোরেরা। জানা যাচ্ছএ বিয়ন্সের মা টিনা নোলসের বাড়ি থেকে চুরি গিয়েছে ১ মিলিয়ন ডলারের বেশি নগদ ও গয়না। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৮ কোটির টাকারও বেশি। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে গত ৫ জুলাই, ওইদিন বিয়ন্সের ৬৯ বছরের বৃদ্ধ মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই বাড়িতে ঢুকেছিল চোরেরা।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ন্সের মায়ের বাড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল, তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই দুষ্কৃতীদের দ্বারা কেউ হতাহত হননি। তবে নিরাপত্তা বলয় ভেদ করে দুষ্কৃতীরা কীভাবে ভিতরে ঢুকল তা নিয়ে সংশয়ে মার্কিন পুলিশ।
আরও পড়ুন-‘সৃজিতকে নিয়ে হেডলাইন নয়, আমার কাজ নিয়ে আলোচনা হোক’, বলছেন 'মায়া' মিথিলা
আরও পড়ুন-'পাঠান'-এ রগরগে প্রেম, 'জওয়ান'-এ কিনা শাহরুখের মা হচ্ছেন দীপিকা পাড়ুুকোন?
আরও পড়ুন-হিন্দু ব্রাহ্মণ হয়ে মুসলিম মেয়েকে বোন পাতিয়েছেন? প্রশ্নের মুখে রাহুল, গ্রামে অশান্তির আঁচ…

বিয়ন্সে ও তাঁর মা টিনা নোলস
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পুলিশ প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এলাকার ভিডিও ফুটেজ বের করার চেষ্টা চালাচ্ছে। তবে টিনা নোলসের বাড়ি এই প্রথম দুষ্কৃতীদের নজরে এসেছে এমনটা নয়। গত এপ্রিলে তাঁর বাড়ি মেইলবক্সে ঢিল ছোড়ার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। টিনা নোলসের সঙ্গে ওই বাড়িতে থাকেন তাঁর ৭৬ বছরের স্বামী রিচার্ড লসন।
এদিকে গত মে মাসে মে মেয়ে বিয়ন্সের বেলজিয়াম কনসার্টের অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিয়ন্সের মা টিনা নোলস। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। স্বাস্থ্যকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। পরে অবশ্য তিনি সকলকে জানিয়েছিলেন যে ভালো আছেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে বিয়ন্সে ও তাঁর স্বামী, জে-জেড এবং তাঁদের তিন সন্তান রেনেসাঁ সফরের জন্য কানাডার টরন্টোতে রয়েছেন।