শেষদিনেও চর্চায় Bigg Boss 17। সলমনের এই শোয়ের গ্র্যান্ড ফিনালেতেও বড় অঘটন ঘটেছে। জন্মদিনে অনুরাগীদের কাছে সেরা উপহারটা পান মুনাওয়ার ফারুকি। সকলকে চমকে দিয়ে জয়ীর মুকুট মাথায় পরেন মুনাওয়ার। এবারও ফের একবার রিয়ালিটি শো জেতার ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন এই কমেডিয়ান। কঙ্গনা সঞ্চালিত ‘লক আপ’-এর পর এবার সলমনের ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার।
এদিকে মুনাওয়ার ফারুকি বিগ বস ১৭ জেতার পরই বিতর্ক দানা বেঁধেছে। অনেকেরই দাবি, মুনাওয়ারের এই জয় আগে থেকেই ঠিক (ফিক্সড) ছিল। বহু লোকজনই এই মুনাওয়ারকে 'ফিক্সড উইনার' বলে কটাক্ষ করেছেন। এবিষয়ে Bigg Boss-17 বিজেতার বক্তব্য় তিনি মানুষের 'ধারণা' পরিবর্তন করতে চান, যদিও তাঁদের মতামত তিনি পরিবর্তন করতে পারবেন না।
আরও পড়ুন-স্বর্ণদীপ্তর সঙ্গে হানিমুনে গিয়েছেন কালিম্পং, হোটেলের দরজা খুলতেই কেঁদে ফেলেন অর্পিতা, কী ঘটেছে?
ঠিক কী বলেছেন মুনাওয়ার ফারুকি?
মুনাওয়ার ফারুকি বলেন, 'বন্ধুরা, যদি সত্যিই সবকিছু আগে থেক ঠিক করা থাকত, তাহলে শোয়ে আমায় এতকিছুর মধ্যে দিয়ে, এত scrutiny-র মধ্যে দিয়ে যেতে হত না। আমি যদি সত্য়িই ফিক্সড উইনার হতাম তাহলে আমায় সবকিছু একটা থালার মধ্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হত। বিগ বসের এই পুরো মরসুমের দিকে চোখ রাখলেই দেখতে পাবেন যে আমায় কিছুই থালায় সাজিয়ে দেওয়া হয়নি। আমি কঠোর পরিশ্রম করেছি। যাঁরা আমাকে ফিক্সড উইনার বলছেন, তাঁদের উদ্দেশ্যে আমি বলব, ‘বসে বসে পুরো মরশুমটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কী ঘটেছে।’