রাতের অন্ধকারে আলো বন্ধ করে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। মালদার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি গ্রামে নিহত তৃণমূলকর্মী সুবল ঘোষ। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জেরা করছে পুলিশ। অভিযোগ সত্যি হলে দোষীদের কঠোর সাজার দাবি করেছে বিজেপি।
জানা গিয়েছে, একটি জমি নিয়ে সুবল ঘোষের সঙ্গে তাঁর কয়েকজন আত্মীয়ের বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। শনিবার রাতে স্থানীয় একটি জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন সুবলবাবু। ফেরার সময় তাঁকে ঘিরে ঘরে দুষ্কৃতীরা। রাস্তার আলো বন্ধ করে এলোপাথাড়ি কোপায় তাঁরা। পরিজনরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর।
নিহতের ছেলে জানিয়েছেন, ‘বাবা রাতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিল। রাস্তায় লালচাঁদ ঘোষ, বাপি ঘোষ, রকি ঘোষরা বাবার পথ আটকায়। রাস্তার লাইট বন্ধ করে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে। এমনকী মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে দেয় তারা। দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ওদিকে স্থানীয়দের দাবি, জমি নিয়ে সুবলবাবুর সঙ্গে তাঁর কয়েকজন আত্মীয়ের বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। তার থেকেই এই খুন।
এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির তরফে জানানো হয়েছে, জানি না এটা রাজনৈতিক খুন কি না। বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। কেউ এই কাজ করে থাকলে পুলিশ তার কাজ করবে।