বক্স অফিস কাঁপিয়েছিল ‘ভুলভুলাইয়া’। বিদ্যা বালান, অক্ষয় কুমার, সাইনি আহুজা অভিনীত ছবি ছিল সুপার ডুপার হিট। তবে তখনের মতো মঞ্জুলিকা চলে গেলেও, ফিরে এসেছে সে! আর সঙ্গে এনেছে ‘ভুলভুলাইয়া ২’-এর টিজার ও কার্তিক আরিয়ানকে।
ঠিকই ধরেছেন, প্রকাশ পেয়েছে ‘ভুলভুলাইয়া ২’-র টিজার। অক্ষয়ের ছবির প্রায় দেড় দশক পর শেষমেশ পর্দায় এল কার্তিক। ছবি নিয়ে চর্চা বহুদিন ধরেই। ফার্স্ট লুকও দেখে ফেলেছিল দর্শক। তবে ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল করোনা পরিস্থিতির কারণে।
এবারেও এক মনোবিদের চরিত্রেই নাকি দেখা যাবে কার্তিক আরিয়ানকে বলে খবর। বিপরীতে কিয়ারা আডবানি। ছবিতে রয়েছেন টাবুও। শুধু ছোটা পণ্ডিতের চরিত্র এক থাকছে। এবারেও দেখা মিলবে রাজপাল যাদবের। আরও পড়ুন: 'ভুলভুলাইয়া ২'তে ফের একবার হাজির হচ্ছেন মঞ্জুলিকারূপী বিদ্যা! আরও পড়ুন: 'ভুলভুলাইয়া ২'-তে ফের একবার হাজির হচ্ছেন মঞ্জুলিকারূপী বিদ্যা!