
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কোনও বিয়ের বয়স সাতমাস, তো কোনওটার আবার দেড় মাস। টেকেনি বহু সম্পর্ক। এবার বাংলাদেশের এমপি তানজিম আহমেদ সোহেল তাজ সাতবারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আর তারপরই সেটা নিয়ে ওপার বাংলায় শুরু হয়েছে চর্চা।
বাংলাদেশের গাজীপুর ৪ আসনের এমপি তথা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ নাকি ৭টি বিয়ে করেছেন। সম্প্রতি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তিনি শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে দেন। তাও আবার বলিউডি কায়দায় হাঁটু গেড়ে প্রোপোজ করে। আর তারপর থেকেই চর্চায় উঠে আসেন এই ৫৫ বছর বয়সী এমপি।
নেটিজেনরা জানান, সোহেল তাজ প্রথম কঙ্কা করিমকে বিয়ে করেছিলেন। তাঁদের সেই বিয়ে টিকেছিল ২০ বছর। তবে কঙ্কা তানজিমের থেকে ৬ বছরের বড় ছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই বছর ২৩ এর কঙ্কাকে বিয়ে করেন তিনি। এরপর তিনি বিয়ে করেন এক আমেরিকান মহিলাকে। সেই বিয়ের বয়স ছিল ২ বছর। এরপর বুলগেরিয়ান এক মহিলাকে বিয়ে করে এক বছর দুই মাস সংসার করেন।
তানজিম আহমেদ সোহেল তাজের চতুর্থ বউ ছিলেন একজন কাশ্মীরি। তাঁদের সেই বিয়ের বয়স ছিল ৭ মাস। পঞ্চমবার তিনি বিয়ে করেন আমেরিকার এক ক্যাসিনো মহিলাকে। সেই বিয়ের বয়স? মাত্র দেড় মাস। এরপর ঢাকার এক বিহারি মহিলাকে বিয়ে করেছেন বলেই এদিন দাবি করেন নেটিজেনরা। সেই বিয়ের বয়স ছিল ৩ মাস। কিন্তু সেটাও টেকেনি।
এবার সপ্তমবারের জন্য বছর ২৭ এর শাহনাজ পারভীন শিমুর সঙ্গে বাগদান সারলেন। শিমু যে কেবল তাজের থেকে ২৮ বছরের ছোট সেটাই নয়, তিনি একজন রাগবি খেলোয়াড় এবং জিম ট্রেনার।
আরও পড়ুন: বরফ ঢাকা পাহাড়ে একসঙ্গে বর্ষবরণ সানিয়া-শামির? AI নির্মিত ছবিকেই সত্যি ভেবে হইচই নেটপাড়ায়
এই চর্চার জবাবে সোহেল তাজ তাঁর ফেসবুক প্রোফাইলে দুটো স্ক্রিনশট পোস্ট করেন। সঙ্গে সেখানে তিনি জানান 'আপনারা অনেকেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেছেন। আমি কিছুই বলব না। কারণ এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু ২ টো কমেন্ট শেয়ার করলাম সেখানেই দেখে নিন কোনটা ঠিক আর কোনটা ভুল।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports