বাংলা নিউজ > বায়োস্কোপ > Babul Supriyo Puja Song: অনিন্দ্য-লহমার হাত ধরে নস্টালজিয়ায় ভাসলেন বাবুল
Babul Supriyo Puja Song: অনিন্দ্য-লহমার হাত ধরে নস্টালজিয়ায় ভাসলেন বাবুল
1 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2023, 09:15 AM ISTSubhasmita Kanji
Babul Supriyo Puja Song: পুজোয় এবার নতুন গান নিয়ে আসছেন বাবুল। সঙ্গী লহমা, অনিন্দ্য, চন্দ্রবিন্দু এবং সোমলতা। চলছে গানের ভিডিয়োর শুট।
অনিন্দ্য-লহমার হাত ধরে নস্টালজিয়ায় ভাসলেন বাবুল
পুজোয় এবার নস্টালজিয়ায় ভাসাতে চলেছেন বাবুল সুপ্রিয়। তিনি নিজে তো নস্টালজিয়ায় ভাসছেনই, গানটি রিলিজ হওয়ার পর শ্রোতারাও যে সেই আবেগে ভেসে যাবেন সেটা বলাই বাহুল্য। রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবার পুজোয় নস্টালজিয়া মেশানো প্রেমের গান নিয়ে আসতে চলেছেন। ২৬ এবং ২৭ অগস্ট হবে এই গানের ভিডিয়োর শুটিং। গানটির ভিডিয়ো শহরের একাধিক জায়গায় শুট হবে। ইতিমধ্যেই ২৬ তারিখ এক প্রস্থ শুটিং হয়ে গিয়েছে। আর তারই ঝলক প্রকাশ্যে এসেছে।
বাবুল সুপ্রিয়র গাওয়া এবারের পুজোর গানের নাম ‘না না ভুলিনি’। এটা আদতে 'চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন কাটছিল ভালো মন্দে' এর পরবর্তী ভাগ বা সিকুয়েল বলা চলে। ২৬ তারিখ এই গানের প্রথম ভাগের শুটিং হল স্কটিশ চার্চ কলেজে। পর্যটন মন্ত্রী নিজেই এই কলেজের প্রাক্তনী। নিজের কলেজবেলার স্মৃতি উসকে এখানেই গানের একটি অংশ ক্যামেরাবন্দি করা হয়েছে।
শুটিংয়ের মাঝে কলাকুশলীরা
২৭ তারিখ অর্থাৎ রবিবার শুটিং হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার নানা প্রান্তে যা প্রেমী জুটিদের প্রেম করার আদর্শ জায়গা বলে পরিচিত। বাবুলের সঙ্গে এই গানে গলা মিলিয়েছেন চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং উপল সেনগুপ্ত। সঙ্গে আছে সোমলতা আচার্যও। মিউজিক ভিডিয়ো পরিচালনার দায়িত্বে আছেন ডাকঘর খ্যাত পরিচালক অভ্রজিৎ সেন। ডিওপি হিসেবে আছেন সৌমিক হালদার। গানটিতে রোম্যান্স করতে দেখা যাবে গাঁটছড়ার রাহুল ওরফে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং লহমা ভট্টাচার্যকে। লহমাকে এর আগে বিয়ে বিভ্রাট এবং রাবণ ছবিতে দেখা গিয়েছে।