খুলে গেল কেদারনাথের দরজা, ১০৮ কুইন্টাল ফুলে সজ্জিত মন্দিরে রাত থেকেই পড়েছে লাইন
Updated: 02 May 2025, 09:32 AM ISTআজ ২রা মে সকাল ৭টায় কেদারনাথ ধামের দরজা খুলে গেছে... more
আজ ২রা মে সকাল ৭টায় কেদারনাথ ধামের দরজা খুলে গেছে। তথ্য অনুযায়ী, বাবার দর্শনের জন্য গভীর রাত থেকে প্রায় ২৫০০ মানুষ কেদারনাথ ধামে উপস্থিত আছেন। ভিড় সামলাতে টোকেন পদ্ধতিতে দর্শনের ব্যবস্থা করা হচ্ছে। আসুন জেনে নিই এ বিষয়ে সবিশদে।
পরবর্তী ফটো গ্যালারি