
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশেই। প্রতিদিনই উর্দ্ধমুখী করোনা আক্রান্তদের সংখ্যা। প্রাণও যাচ্ছে বহু মানুষের।করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি একাধিক বলি-তারকারাও। আমির খান, অক্ষয়কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বনশালি কে নেই সেই তালিকায়। সম্প্রতি, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন জনপ্রিয় গায়ক বাবা সেহগালের বাবা। সোশ্যাল মিডিয়ায় এই খবর খবর জানিয়েছেন বাবা সেহগাল নিজেই। লেখেন, ' বাবা সারাজীবন যুদ্ধ করেছেন।কিন্তু কোভিড হারিয়ে দিল। ' এরপর সকলের সুস্থতা কামনা করে সতর্ক থাকারও অনুরোধ করেছেন তিনি। ওই পোস্টে নেটিজেনদের পাশাপাশি সমবেদনা জানিয়েছেন অভিষেক বচ্চন সহ বিভিন্ন বলি-ব্যক্তিত্ব। ' জুনিয়র বচ্চন ' লেখেন, ' পরিবারের জন্য সমবেদনা '।
জানা গেছে, কয়েক দিনআগে করোনার উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়কের বাবা। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি।ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু এরপর আচমকাই অক্সিজেনের মাত্রা পড়তে শুরু করলে আর শেষরক্ষা করা যায়নি।মৃত্যু হয় তাঁর।
৳7,777 IPL 2025 Sports Bonus