পহেলগাঁও হামলার পর দেশজুড়ে পাকিস্তান বিরোধী স্লোগান উঠেছে। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এই পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে বিতর্কিত পোস্টে লাইক করে চর্চায় Bigg Boss-17র প্রতিযোগী আয়েশা খান। এমন কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
কাশ্মীরি লেখক জলিস হায়দারের পোস্ট
কাশ্মীরি লেখক জলিস হায়দার তিন দিন আগে নিজের ইনস্টাগ্রামে কাশ্মীর নিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি দাবি করেন, কাশ্মীরের অবস্থা মোটেও স্বর্গীয় নয়। বরং উপত্যকা জুড়ে রয়েছে শুধুই চাপা অশান্তি। জলিস হায়দার লেখেন, 'সাধারণ মানুষের মৃত্যুতে সব সময় শোকপ্রকাশ করি। কিন্তু শোকের সঙ্গে বাস্তবকে গুলিয়ে ফেললে চলবে না। কাশ্মীর আপনাদের নান্দনিক বিশ্রামাগার, আধ্যাত্মিক চেতনায় শান দেওয়ার জায়গা নয়। ইনস্টাগ্রামে স্বর্গীয় সৌন্দর্য তুলে ধরার জন্যও কাশ্মীর নয়।... কাশ্মীরকে যাঁরা নিজের ঘর বলে, তাঁদের জীবন মোটেও শান্তির নয়। ওঁরা প্রতি মুহূর্ত নজরদারি এবং ক্ষমতার চাপে থাকেন। যে কোনও মুহূর্তে হিংসা ছড়াতে পারে, এই ভয় বুকে চেপে রেখে কাজ করে। যে কেউ হঠাৎ উধাও হয়ে যেতে পারেন, এমন আশঙ্কাও থাকে।'
এখানেই শেষ নয়, 'কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন' এই দাবি করে জলিস হায়দার লেখেন, ‘আমাদের যন্ত্রণা নিয়ে কল্পনা করতে জন্মভূমিকে পর্যটনের সৌন্দর্যে মুড়ে ফেলতে ভারতীয়দের আমাদের জন্মভূমিতে আসার কোনও প্রয়োজন নেই। ছবি তুলে সোশ্যাল মি়ডিয়ায় পোস্ট করেন, আর প্রমাণ করার চেষ্টা করেন এই উপত্যাকা যেন স্বর্গের মতো। অথচ এখানকার নিষ্ঠুর বাস্তব আপনারা কখনওই মেনে নেন না।’
পোস্টে লাইক করেছেন আয়েশা খান?
কাশ্মীরি লেখক জলিস হায়দারের এই বিতর্কিত 'কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন' পোস্টই লাইক করে বসেন বিগ বস-১৭র প্রতিযোগী আয়েশা খান। যা নেটিজেনদের নজর এড়ায়নি। আর তাতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন আয়েশা। এক নেটিজেন আয়েশাকে কটাক্ষ করে লেখেন, ‘এই লোকজন কখনোই তাদের ধর্মের উপরে দেশকে রাখতে পারে না।’
আয়েশা খান অবশ্য পরে সেই লাইক তুলে নেন। তবে ততক্ষণে তাঁর সেই পোস্টে লাইক করার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এক নেটিজেন মুম্বই পুলিশকে ট্যাগ করে আয়েশাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টিভি অভিনেতা রবি দুবেকে বলেছেন, আয়েশা খানকে ‘দিল কো রফু কর লে’ ধারাবাহিক থেকে বাদ দিতে হবে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন - এই লোকেরা কখনোই তাঁদের ধর্মের উপরে দেশকে রাখতে পারে না। যদিও এবিষয়ে আয়েশা খান এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।
২২ এপ্রিল, মঙ্গল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় যেভাবে ২৬ জনের প্রাণ গিয়েছে তাতে শিউরে উঠেছেন দেশবাসী। সেই আতঙ্কের রেশ যেন সহজে কাটার নয়। ঘটনার পর তীব্র নিন্দায় ফেটে পড়েছেন তারকারাও। কমবেশি বেশিরভাগ তারতাই জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।