বাংলা নিউজ > বায়োস্কোপ > Chunky Panday: চাঙ্কির ৬০ বছরের জন্মদিনে চাঁদের হাট! অতিথি তালিকায় কারা ছিলেন জানেন?
পরবর্তী খবর
Chunky Panday: চাঙ্কির ৬০ বছরের জন্মদিনে চাঁদের হাট! অতিথি তালিকায় কারা ছিলেন জানেন?
1 মিনিটে পড়ুন Updated: 25 Sep 2022, 09:03 AM ISTSanchari Kar
৬০ বছরে পা রাখলেন চাঙ্কি। তাঁকে শুভেচ্ছা জানাতে পার্টিতে উপস্থিত হয়েছিলেন আরিয়ান খান। চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডে তাঁর ঘনিষ্ঠ বন্ধু।
চাঙ্কির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে এলেন ইন্ডাস্ট্রির তারকারা।
জীবনের নতুন বছর শুরু চাঙ্কি পাণ্ডের। শনিবার কাছের মানুষদের সঙ্গে উদযাপন করলেন জন্মদিন। আর সেখানেই চাঁদের হাট! বলিউডের নানা প্রজন্মের তারকাদের দেখা মিলল তাঁর পার্টিতে।
৬০ বছরে পা রাখলেন চাঙ্কি। তাঁকে শুভেচ্ছা জানাতে পার্টিতে উপস্থিত হয়েছিলেন আরিয়ান খান। চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডে তাঁর ঘনিষ্ঠ বন্ধু। শাহরুখ তনয়ের পরনে ছিল একটি কালো টি শার্টের উপর অলিভ সবুজ শার্ট।
প্রিয় বান্ধবী নভ্যা নভেলি নন্দার সঙ্গে বাবার জন্মদিনে এলেন অনন্যা। একটি হাতাকাটা লাল রঙের ড্রেসে সেজে উঠেছিলেন চাঙ্কি-কন্যা। এই অনুষ্ঠানের জন্য নভ্যা বেছে নিয়েছিলেন আকাশি রং।
চাঙ্কির জন্মদিনে চাঁদের হাট।
করণ জোহরকেও দেখা গেল চাঙ্কির পার্টিতে। অভিনেতার স্ত্রী ভাবনার পাণ্ডের সঙ্গে পরিচালকের সখ্যের কথা কারও অজানা নয়। 'ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস'-এও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কালো টি শার্ট এবং গোলাপি রঙের জ্যাকেটে তাক লাগিয়েছেন করণ। পার্টিতে উপস্থিত তারকাদের সঙ্গে আড্ডায় মাততেঁ দেখা গেল তাঁকে।