1 মিনিটে পড়ুন Updated: 01 Jun 2023, 11:06 AM ISTRanita Goswami
অর্জুন বলেন, ‘আমি সাংবাদিকদের উপর বিশ্বাস রাখি। কখনও কোনও বিষয়ে কথা বলিনা এমটা তো নয়, তাহলে কেন এমন লিখবেন যা চিরকাল থেকে যাবে! সকলেই কাজ করার জন্যই এসেছি, তথ্য যাচাই না করে কিছু লিখবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না, আজ আপনি যা বিক্রি করার চেষ্টা করছেন, কাল সেটাই আপনার উপর থেকে বিশ্বাস নষ্ট করবে।’
অর্জুন-মালাইকা
উইকিপিডিয়া বলছে মালাইকার বয়স এখন ৪৯, আর অর্জুনের ৩৭। ১২বছরের ছোট প্রেমিকের সঙ্গেই চুটিয়ে প্রেম এবং লিভ-ইনও করছেন মালাইকা। আর তা নিয়েই চর্চার শেষ নেই। তারই মাঝে গত বছরের নভেম্বর মাসে একটি গসিপ ম্যাগাজিনের দৌলতে খবর রটে যায় মালাইকা নাকি ফের মা হতে চলেছেন! যদিও সেসময়ই এধরনের ভুল খবরের তীব্র নিন্দা করেছিলেন অর্জুন। ফের একবার মালাইকার মা হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন অভিনেতা।
অর্জুন কাপুর সাক্ষাৎকারে বলেন, 'আসলে মানুষ ভুলে যায় সেলিব্রিটিরাও মানুষ’। তাঁর কথায়, ‘এই ক্লিকবেট সংস্কৃতি নেতিবাচকতার থেকেও খারাপ…। এই নেতিবাচক বিষয়গুলি আজকাল মানুষের মনোযোগ টানতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এগুলি খুবই সাময়িক। তবে এটা খুব সত্যি কথা আমারা যাঁরা অভিনেতা, তাঁদের ব্যক্তিগত জীবন সমসময় ব্যক্তিগত থাকে না। আর এই পেশায় আসার সময় এটা মেনে নিয়েই আসতে হবে। এটাও সত্য়ি, আমরা দর্শকদের কাছে পৌঁছনোর জন্য সাংবাদিকদের উপর নির্ভর করি। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে, আমরাও মানুষ। তাই আমার অনুরোধ কোনও কিছু লেখার আগে একটু ভাবুন। অনুমানের ভিত্তিতে কিছু লিখবেন না, জেনে নিয়ে তবেই লিখুন। কারণ, এধরনের কিছু লিখে দিলে আমাদের জীবনেও প্রভাব পড়ে।’