জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'অনুপমা'র সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক সহকারী চিত্রগ্রাহকের। ১৪ নভেম্বর, বৃহস্পতিবার গুরগাঁওয়ের ফিল্ম সিটিতে সিরিয়ালের শুটিং চলাকালীন এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। এবার শো 'অনুপমা'র প্রযোজনা দল ওই প্রয়াত সহকারী চিত্রগ্রাহকের পরিবারের জন্য ১০ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেটে মর্মান্তিকভাবে মারা গিয়েছিলেন তিনি। এবার তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূর্ণ দেওয়ার বিষয়টি দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) সভাপতি বি এন তিওয়ারি নিশ্চিত করেছেন। বি এন তিওয়ারি বলেছেন, ‘আমরা রাজন শাহীর অফিস থেকে একটি যোগাযোগ করেছি। আমরা ওঁর পরিবারকে১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই টাকা ওঁর বাবার হাতে তুলে দেব কারণ তিনি অবিবাহিত ছিলেন।’
আরও পড়ুন: ২২ বছর পর অনুরাগ কাশ্যপ পরিচালিত প্রথম ছবি পঞ্চ মুক্তি পেতে চলেছে! কবে? জানালেন প্রযোজক
সম্প্রতি ঘটা এই ঘটনায় শোক স্তব্ধ মৃত চিত্রগ্রাহকের বাবা। ওই চিত্রগ্রাহক সেটে যখন কাজ করছিলেন তখন মন্ডল লাইভ তারে স্পর্শ করে ফেলায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই ভয়ঙ্কর ঘটনায় শোয়ের কাস্ট এবং ক্রুরাও গভীর ভাবে শোকাহত। তাঁরা তাঁদের টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে মর্মাহত।
FWICE এর বি এন তিওয়ারি ঘটনার আরও কিছু দিন শেয়ার করে তার ব্যাখ্যা করেছেন। তিনি জানান প্রয়াত চিত্রগ্রাহক চাকরিতে তুলনামূলকভাবে নতুন ছিলেন, যে কারণে সেটে অনেকেই তাঁর সঙ্গে পরিচিত ছিলেন না। তিনি বলেন, 'তিনি সেটে কাজ করছিলেন এবং শর্ট সার্কিটের কারণে মারা গিয়েছিলেন। আমরা নিশ্চিত করব যে তাঁর পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।
আরও পড়ুন: দুর্বারের হাত ধরে ঘরছাড়া শিঞ্জিনী! নেপথ্যে BMS-এর উন্মেষ! মুক্তি পেল ভূত আর ভালোবাসায় ভরা 'ভূতমুখী'
শোটির প্রযোজক, রাজন শাহী এই দুঃখজনক ঘটনা সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। ক্ষতিপূরণের মাধ্যমে মৃত চিত্রগ্রাহকের শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রযোজনা দলের প্রচেষ্টা করেছেন। ‘অনুপমা’ ভারতের সবচেয়ে বেশি দেখা টেলিভিশন শোগুলির মধ্যে একটি, এর আকর্ষক কাহিনী এবং প্রভাবশালী অভিনয়ের জন্য এটি প্রচন্ড ভাবে জনপ্রিয়।
প্রসঙ্গত, জানা গিয়েছে মৃত ওই ব্য়ক্তি মূলত বিহারের বাসিন্দা। তিনি কর্মসূত্রে মুম্বইতে থাকছিলেন। ফোকাস পুলার হিসাবে কাজ করছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে কাজের সময় হওয়া শর্ট সার্কিটের পর জঘম হন ওই সহকারী চিত্রগ্রাহক। জোরে চিৎকার করার পরই তিনি অজ্ঞান হয়ে যান। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও ওই ব্যক্তিকে বাঁচাতে পারেননি।