প্রেম দিবসে অর্থাৎ গত ১৪ ফেব্রুারিই ঘোষণা হয়েছিল অঙ্কুশ হাজরার নতুন ছবি। জানা গিয়েছিল 'মির্জা'র পরিচালক সুমিত সাহিলের সঙ্গেই আরও একবার জুটি বাঁধছেন অভিনেতা। আসছে নতুন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। আর অবশেষে ৮ মার্চ নারী দিবসেই সামনে এল এই ছবির প্রথম পোস্টার।
ছবির ফার্স্ট লুক পোস্টারে অবোধ ঝন্টু (অঙ্কুশ) কে রাস্তায় কানে আঙুল দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। আর তাঁর ঠিক পিছনেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঐন্দ্রিলা সেন। পোস্টারে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কেও। এরা সকলেই এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটির প্রযোজনা করছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। এটা একটা রম-কম ফ্যামিলি এন্টারটেইনমেন্টের ছবি বলে জানা যাচ্ছে।
পারিবারিক বিনোদনমূলক এই ছবি সম্পর্কে বলতে গিয়ে অঙ্কুশ হাজরা বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল এমন ছবি দিয়ে যা অ্যাকশন-প্যাকড, কমেডি-পারিবারিক বিনোদনমূলক ছিল। আমাদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি মির্জা ছিল একটি অ্যাকশন-ভরা নাটক আর এবার আমরা এই রম-কম পারিবারিক বিনোদনমূলক ছবি আনতে পেরে আমি ভীষণ খুশি।’