ফাইনালের ঠিক আগেই সারেগামাপা-থেকে বাদ যায় অঙ্কনা দে। ঘাটালের এই প্রতিযোগির গান প্রথম থেকেই মন ছুঁয়েছিল দর্শকদের। বিচারকরাও তার গানের যথেষ্ট প্রশংসা করতেন। কেবল গান নয় তার শিসের সুরেও মঞ্চ মাতিয়ে রেখেছিল সে। শান্তনু মৈত্রর সূত্র ধরে তার এই অবাক করা প্রতিভা পৌঁছে গিয়েছিল শঙ্কর মহাদেবনের কাছেও। তা শুনে ছোট্ট অঙ্কনাকে প্রশংসায় ভরে দিয়েছিলেন সঙ্গীতশিল্পী। কিন্তু 'সারেগামাপা'-র ফাইনালে এই খুদে প্রতিযোগীর জায়গা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল নেটপাড়াকে। নিজের অনুরাগীদের আশ্বস্ত করতে এবার মেন্টর রথীজিৎ ভট্টাচার্য ও গৌরব সরকারের ছবি পোস্ট করে অঙ্কনা লিখল, 'কষ্ট পেলেও ভেঙে পড়িনি, উঠে দাঁড়িয়েছি।'
ফেসবুকে পোস্ট অঙ্কনার:
অঙ্কনার ফাইনালে না যেতে পারা নিয়ে সমাজমাধ্যমের পাতায় দর্শকদের যথেষ্ঠ ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। সোমবার অনুরাগীদের উদ্দেশ্যে অঙ্কনা স্যোশাল মিডিয়ায় পোস্ট করে লেখে, ‘সুপ্রভাত সবাইকে। প্রথমেই সবাইকে অনেক ধন্যবাদ জানাই।গত পরশু থেকে অনেকেই অনেক কষ্ট পেয়েছেন আমার জন্য। অনেক কিছু লিখেছেন।সবাইকে আলাদাভাবে রিপ্লাই দিতে না পারার জন্য ক্ষমাপ্রার্থী। আমি ঠিক আছি। এই ছবি দুটো এই জন্যই দিলাম কারণ এঁরাই হলেন আমার সংগীত গুরু। যাঁদের কাছ থেকে শিখে আমি এই পর্যন্ত আসতে পেরেছিলাম। আমি শুধুই গানই শিখি না, ওঁদের দেখে ভালো মানুষ হবারও চেষ্টা করি। কাজেই কষ্ট পেলেও ভেঙে পড়িনি। উঠে দাঁড়িয়েছি।’
আরও পড়ুন: ‘আর কয়েকটা বছর যাক…’! যেমন মিল, তেমনই অমিল, প্রশ্মিতাকে নিয়ে ১ম বিবাহবার্ষিকীতে কী বললেন ‘মেছো’ অনুপম
'সা রে গা মা পা' -এ সুযোগ দেওয়ার জন্য চ্যানেল কৃতপক্ষকে ধন্যবাদ জানিয়ে সে লেখে, ‘আমি কৃতজ্ঞ জি বাংলার কাছে। এত মানুষ আমার গান শুনেছেন, আমাকে ভালোবেসেছেন, সবটাই চ্যানেলের জন্য। আমি সব ধরণের গান শোনানোর সুযোগ পেয়েছি আপনাদের। ওই গানগুলো আমার ওপর ভরসা করে ওঁরা দিয়েছিলেন বলেই আপনাদের শোনাতে পেরেছি। দীর্ঘ নয় মাসের জার্নি তার কাল সমাপ্তি হল। আজ থেকে আবার নতুন ভাবে সবকিছু শুরু। এভাবেই ভালোবেসে আমার পাশে থাকুন।’
আরও পড়ুন: বিবাহিত পুরুষের সঙ্গে ‘পরকীয়া’ চালানোর অভিযোগ, বিবাহবার্ষিকীতে শ্রীময়ী লিখলে, ‘সেই ক্লাস নাইন…’! মন উজার করলেন কাঞ্চনও
তার এই পোস্ট প্রকাশ্যে আসতেই নানা কমেন্টে অনুরাগীরা তাকে ভরিয়ে দিয়েছে। একজন তো আবার অরিজিৎ সিংয়ের উদাহরণ দিয়ে বলেছেন। ‘রিয়েলিটি শো থেকে বেরিয়ে গেলেও ট্যালেন্ট চলে যায় না… মুর্শিদাবাদের অরিজিৎ সিং.. ভারতের সবচেয়ে দামি গায়ক .. ইনি এই ব্যাপারে নজির হতে পারেন, গানের চর্চার মধ্যে থাকো, নিজেকে আরও প্রশিক্ষিত করে তোলার চেষ্টা কর, একদিন সাফল্য আসবেই।’ আর একজন লেখেন, ‘অঙ্কনা একটা রত্ন, যেটা সঙ্গীতের সেরা মঞ্চ সঠিক ভাবে বুঝতে পারলো না।’
তবে এর আগে অঙ্কনা ফাইনালে না যাওয়া নিয়ে 'সা রে গা মা পা'-এর একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা একজন লেখেন ‘সত্যি কথা বলতে সা রে গা মা পা দেখা ছেড়ে দিয়েছি। যারা ফাইনালে যাওয়ার যোগ্য তাদের বাদ দিয়ে যারা ফাইনাল যাওয়ার মতো না তাদের নিয়ে যায়। যারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তাদের চ্যাম্পিয়ন না করে যারা চ্যাম্পিয়ন হওয়ার মতো না তাদের চ্যাম্পিয়ন করে। আগেরবার যেমন প্রত্যেকটা বাচ্চাদের ফাইনাল গান গাওয়ার সুযোগ দিয়েছিল এবারও প্রত্যেকটা বাচ্চাকে ফাইনালে গান গাওয়ার সুযোগ দিতে পারত। একটা বাচ্চাকে নিয়ে যেতে পারতো না? অঙ্কনাকে কি বাদ দিতেই হত?’ আর একজন লেখেন, ‘ভুল সিদ্ধান্ত। অঙ্কনা কোনও কারণ ছাড়াই সেমিফাইনালে বাদ পড়েছে। ঐশী ভালো কিন্তু অঙ্কনার কিছু ভালো প্লাস পয়েন্ট আছে। এটা অন্যায়।’ আর একজন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, 'অঙ্কনা কেন বাদ হল?'