সোমবার অর্থাৎ ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণার কথা শোনা মাত্রই মুষড়ে পড়েন ক্রিকেট প্রেমিকরা। একের পর এক সেলিব্রিটিরা মন্তব্য করতে শুরু করেন বিরাটের অবসর নেওয়ার প্রসঙ্গে।
রণবীর সিং, ভিকি কৌশল, অনুরাগ কাশ্যপ, সুনীল শেট্টির পাশাপাশি এবার অনিল কাপুর বিরাটের অবসর নেওয়ার প্রসঙ্গে একটি নোট লিখে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বিরাটের সঙ্গে প্রথম সাক্ষাৎ কীভাবে তাঁর মনে চিরকাল জায়গা করে নিয়েছে, সেকথাও জানান তিনি।
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
সোমবার অনিল ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের সঙ্গে সাক্ষাৎকারের স্মৃতিচারণ করে লেখেন, ‘১১ বছর আগে একটি ক্লুজে প্রথম দেখা হয়েছিল বিরাটের সঙ্গে, যখন অনুষ্কা ‘দিল ধারাক নে দো’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আমার এখনও মনে আছে, বিরাট কতটা নম্র এবং ভদ্রভাবে কথা বলেছিল। কত সরল মনের মানুষ ছিলে তুমি, সেই সাক্ষাৎ আমার মনে স্থায়ীভাবে ছাপ ফেলেছিল, যা আমি আজও ভুলতে পারিনি।’
অনিল কাপুর আরও লেখেন, ‘তোমার সঙ্গে পরে আর দেখা হয়নি ঠিকই কিন্তু যতবার তুমি মাঠে নেমেছো তোমার হয়ে গলা ফাটিয়েছি। তুমি যা কিছু অর্জন করেছো, তার সবকিছুর জন্য অভিনন্দন। তুমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারো, কিন্তু ১.৪ বিলিয়ন ভারতীয়দের মনে সারা জীবন জায়গা করে রাখবে তুমি। ধন্যবাদ, বিরাট।’

প্রসঙ্গত, অবসরের কথা ঘোষণা করার পরেই মুম্বই এয়ারপোর্টে অনুষ্কার সঙ্গে দেখা যায় বিরাটকে। প্রথমে কোথায় যাচ্ছেন তাঁরা, তা জানা না গেলেও পরে জানতে পারা যায় বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাঁরা। খুব সম্ভবত অবসর নেওয়ার কথা ঘোষণা করার পর নিজের মনকে শান্ত করার জন্যই বৃন্দাবনের স্ত্রী রাধাকেলঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে যান বিরাট।
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
উল্লেখ্য, ২০১১ সালে টেস্ট ক্রিকেট ম্যাচে প্রথম অভিষেক হয়েছিল বিরাটের। ভারতের হয়ে তিনি ১১৩টি ম্যাচ খেলেছেন। ৪৮. ৬৭ গড়ে রান করে ৯২৩০ রান করেছেন তিনি। এর মধ্যে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধসেঞ্চুরি রয়েছে।