বছরের প্রথমদিন টানটান উত্তেজনা- কার হাতে উঠবে ডান্স ডান্স সিজন ৩-র ট্রফি? অবশেষে মিলল জবাব। মধ্যরাতের কিছু সময় আগেই জানা গেল বিজয়ীর নাম। একজন নয়, তৃতীয় সিজনে জোড়া বিজয়ী পেল স্টার জলসার এই ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চ। একসঙ্গে ট্রফি উঠল আনন্দ এবং কথাকলির হাতে।
আনন্দ ও কথাকলির ট্রফি জয় খানিকটা প্রত্যাশিত ছিল, শুরু থেকেই ডান্স ডান্স জুনিয়রের ট্রফির প্রবল দাবিদার এই দুই খুদে। পিছিয়ে ছিল না বাকিরাও। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ীর তাজ উঠল আনন্দ-কথাকলির মাথায়। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছে অনুষ্কা, দ্বিতীয় রানার আপ হল সমৃদ্ধি। তৃতীয় স্থানে আটকে গেলেও পপ্যুলার চয়েস উইনার হয়েছে সমৃদ্ধি। অনুব্রত ফাইনালে না পৌঁছানোয় সোশ্যাল মিডিয়ায় এই শো নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল, তবে কথাকলি ও আনন্দের হাতে ট্রফি উঠায় খুশি অধিকাংশ দর্শকই।
টিআরপি-র নিরিখে শুরু থেকেই ভালো পজিশনে থেকেছে এই নাচের রিয়ালিটি শো। প্রতিদ্বন্দ্বী সারেগামাপা-কে জোর টক্কর দিয়েছ খুদেরা। চলতিবার ডান্স ডান্স জুনিয়রের বিচারকের আসনে ছিলেন দেব, রুক্মিণী এবং মানামী। অন্যদিকে ক্যাপ্টেন হিসাবে পাওয়া গিয়েছে তৃণা, অভিষেক এবং দীপান্বিতাকে।
অনুুষ্ঠান শেষে আবেগঘন দেব। ফেসবুকে অভিনেতা লেখেন, ‘ধন্যবাদ স্টার জলসা ডান্স ডান্স জুনিয়র সিজন ৩-র জন্য। খুব মিস করব এই শো’টা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রচেষ্টাকে সফল করে তোলবার জন্য'।

দুই বিজয়ীর সঙ্গে বিচারক মানামী (ছবি- ফেসবুক)
চলতিবার স্টার জলসার এই শো-এর অন্যতম আকর্ষণ ছিল দেব-রুক্মিণীর রসায়ন। প্রথমবার ছোটপর্দায় একসঙ্গে দেখা মিলল এই রিয়েল লাইফ জুটির। এই বছর গ্র্যান্ড ফিনালে-তে বিশেষ অতিথি হিসাবে দেখা মিলল যিশু সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্তর। পাশাপাশি স্টার জলসা পরিবারের সদস্যদের উপস্থিতি শোভ বাড়াল অনুষ্ঠানের। 'ফড়িং' খেয়ালি, 'সূর্য' দিব্যজ্যোতি, ‘হরগৌরী পাইস হোটেল’-এর ‘ঐশানী' আর ‘শঙ্কর’ মানে শুভস্মিতা এবং রাহুল হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। সঙ্গে লাড্ডু-উদিতা আর 'ভাসান বাপি’ তো ছিলই!
আরও পড়ুন-বছর শেষে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’-র গ্র্যান্ড ফিনালে, সারেগামাপা-তেও থাকছে চমক
আপতত দীর্ঘ সফরে ইতি! আগামী সপ্তাহ থেকে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর জায়গায় স্টার জলসার পর্দায় আসছে গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার ৪’। এই শো সঞ্চালনার দায়িত্বে থাকছেন যিশু সেনগুপ্ত এবং বিচারকের আসনে থাকছেন মোনালি ঠাকুর, রূপম ও শান।