বলিউডে অভিনেত্রীদের মধ্যে ক্যাটফাইট লেগেই থাকে। অনেক সময় খবর আসে যে একজন অভিনেত্রীর অন্য একজন অভিনেত্রীর সঙ্গে রীতিমতো ঝগড়া করেছেন। একটা সময় ছিল যখন বিপাশা বসুর সঙ্গে আমিশা প্যাটেলের ক্যাটফাইটের খবর বেশ ভাইরাল হয়েছিল। করণ জোহরের শোতে দু'জনেই একে অপরকে নিয়ে তাঁরা অনেক ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছিলেন। তবে সম্প্রতি আমিশাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, আমিশা বলেন, ‘তখন ও কী বলেছিল জানেন?’।
আমিশা কী বলেন?
সম্প্রতি আমিশাকে কারিনা কাপুর খান এবং বিপাশা বসুর সঙ্গে তাঁর ক্যাটফাইট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই বিষয়ে অভিনেত্রী ফিল্মি মন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন যে, তিনি কখনও কারও সঙ্গে ঝগড়া করেননি। বিপাশা যখন তাঁর সমন্ধে লজ্জাজনক কিছু কথা বলেছিলেন তখন, সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী বলেন, ‘আমি কখনও উত্তর দিইনি। আমার মনে হয় সে আমার ভেতরে থাকা নিরাপত্তাহীনতার কথা বলছে। তবে, পাবলিক প্ল্যাটফর্মে তাঁর এই ধরণের কিছু মন্তব্য করা উচিত হয়নি। কিন্তু সে করেছিল।’আমিশা আরও বলেন যে আবারও তাঁর কাছে অর্জুন রামপালের সঙ্গে করণের শোতে যাওয়ার নিমন্ত্রণ এসেছিল, কিন্তু তারপরে অভিনেতার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তারা দু'জনেই শোতে যেতে পারেননি। করণ তারপর আমিশাকে জিজ্ঞাসা করেন যে সে কি আগামী সপ্তাহে আসতে পারবে? এই প্রসঙ্গে আমিশা বলেন, ‘আমি করণকে বললাম না। সে বলল, ওহ, তোমার দক্ষিণ বম্বেতে এই ধরনের আচরণই চলে। আমি বললাম হ্যাঁ, আমি এরকমই। তবে আমি আমার ক্যারিয়ারে কখনও কাউকে হতাশ করিনি। আমি এত নীচে কখনও নামতে পারব না।’
আরও পড়ুন: 'আমার স্তন চেপে ধরে…', আশ্রম দিয়ে তুলেছেন ঝড়, ট্রেনে শরীরে হাত পড়ে অদিতির
কাজের সূত্রে আমিশাকে শেষবার দেখা গিয়েছিল গত বছর। তাঁর মুক্তিপ্রাপ্ত 'তৌবা তেরা জলওয়া' ছবিতে। তাছাড়াও অভিনেত্রীর 'গদর ২' দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছিল। বর্তমানে, অভিনেত্রী তাঁর কোনও কাজের খবর এখনও প্রকাশ্যে আনেননি।