অভিনেত্রী জাহ্নবী কাপুর মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করলেন ‘হোমবাউন্ড’ টিমের সঙ্গে রেড কার্পেটে হাঁটার মধ্য দিয়ে। আর যাকে বলে শুরুতেই ছক্কা হাঁকালেন শ্রীদেবী কন্যা। ছিলেন ইশান খট্টর, পরিচালক নীরজ ঘায়ওয়ানও।
জাহ্নবী কাপুরের সাজ
কানের রেড কার্পেটে তরুণ তাহিলিয়ানি পোশাক পরেছিলেন। যা ছিল একটি গোলাপি রঙের লেহেঙ্গা। ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে আধুনিকতার ছোঁয়া দিয়ে। যেন কোনো মহারানী। সঙ্গে পার্লের গয়না। জাহ্নবীর 'হোমবাউন্ড' ছবিটি কানের 'আন সার্টেন রিগার্ড' বিভাগে প্রিমিয়ার হবে।
একটি মিষ্টি মুহূর্তও দেখা গিয়েছে, যখন দেখা যায় পরিচালক নীরাজ ছবি তোলার আগে, জাহ্নবীকে সাহায্য করছিলেন তাঁর লেহেঙ্গার ঘের যাতে চারদিকে ছড়িয়ে রাখতে। এমনকী, নিজে নীচু হয়ে, লেহেঙ্গার নীচদিকটা গুছিয়েও দেন তিনি। অভিনেত্রীর আরেক পাশে ছিলেন ইশান খট্টর।
হোমবাউন্ড সম্পর্কে
ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনয় করেছেন নীরজ পরিচালিত হোমবাউন্ডে, যা কানে প্রিমিয়ার হবে। মার্টিন স্করসেসি ছবিটির নির্বাহী প্রযোজক হিসাবে বোর্ডে এসেছেন। কান চলচ্চিত্র উৎসবের 'আন সার্টেন রিগার্ড' বিভাগে দেখানো হবে 'হোমবাউন্ড'। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র। সহ-প্রযোজক হলে মারিজকে ডি সুজা এবং মেলিটা টসকান ডু প্লান্টিয়ার। প্রসঙ্গত, নীরজের প্রথম ছবি, মাসান, ২০১৫ সালে কানে এই একই বিভাগে প্রিমিয়ার হয়েছিল। যা দিয়ে ডেবিউ করেছিলে ভিকি কৌশল।
কান ২০২৫-এ নজর কেড়েছেন যারা
কান ২০২৫-এ এবার ভারতীয়দের রমরমা। ইতিমধ্যেই নজর কেড়েছেন অন্তঃসত্ত্বা কিয়ারা আডবানি। একেবারে বেবিবাম্প নিয়ে কালো গাউনে আভা ছড়িয়ে গিয়েছেন হবু মা। দু দিন দেখা গিয়েছে উর্বশী রাওতেলাকেও। যদিও দ্বিতীয় দিনে তাঁর কালো পোশাকটির বগল ছেড়া থাকায়, বেশ ট্রোল হন তিনি। এছাড়াও এসেছেন ন্যান্সি ত্যাগী, তিনিও বিতর্কে, কারণ এক মুম্বইেয় পোশাক বিক্রেতা দাবি করেছেন তাঁর কাছ থেকে ২৬ হাজার টাকায় কানে পরিহিত ওয়ানপিসটি কেনেন ন্যান্সি। যেখানে সোশ্যাল মিডিয়ায় ন্যান্সি জানায়, নিজের হাতে পোশাকটি বানিয়েছেন।
এছাড়াও কান লুক দিয়ে চর্চায় লাপাতা লেডিজের ‘ফুল কুমারী’ নীতংশী গোয়েলও। যেখানে বিনুনির সঙ্গে ঝুলতে থাকা মুক্তোর ছড়ায় তিনি ছোট্ট ছোট্ট ফোটো ফ্রেমে লাগিয়েছেন বলিউডের ৮ কিংবদন্তি অভিনেত্রীকে। ছিল ওয়াহিদা রহমান, মধুবালা, রেখা, বৈজয়ন্তী মালা, মীনা কুমারী, হেমা মালিনি, আশা পারেখ, শ্রীদেবী, নূতন ও নার্গিসদের ছবি।
আপাতত অপেক্ষা রাই সুন্দরীর। তিনি সোমবারই পা রেখেছেন কানের মাটিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে।